রবিবার, ১৮ মে ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে শালিসে প্রতিপক্ষের সর্দারকে মারধর ॥ শালিস পন্ড শহরে স্বর্ণ ও টাকা আত্মসাতের অভিযোগে আপন ভাই-মামার বিরুদ্ধে মামলা দায়ের শহরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম হবিগঞ্জে অ্যাড্ডা কুকিং ইনস্টিটিউটের প্রফেশনাল শেফ কোর্সের সনদ বিতরণ হবিগঞ্জের মউশিক’র মানববন্ধন বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনা সভায় বক্তারা ॥ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি তেলিয়াপাড়ায় সাংবাদিকের উপর হামলা ॥ যুবক গ্রেপ্তার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ কারাগারের কারারক্ষীর মৃত্যু নিয়ে রহস্য \ পরিবারের দাবী পরিকল্পিত হত্যাকাণ্ড \ তদন্ত দাবী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬
  • ৪৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলা কারাগারের কারারক্ষি সাইফুল আলমের (৩৪) মৃত্যুর ঘটনাটি রহস্যের দানা বাঁধছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করছেন তার স্ত্রী আকলিমা বেগম। গতকাল বুধবার হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন দাবী করে আকলিমা। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যার বিচারও দাবি করেন। কারারক্ষি সাইফুল আলমের বাড়ি চট্টগ্রাম জেলার মিরেরসরাই উপজেলার মসজিদিয়া চৌধুরীপাড়া গ্রামে। তার পিতার নাম মো. আবুল খায়ের। তিনি হবিগঞ্জ কারাগারে গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন।
সংবাদ সম্মেলনে আকলিমা দাবি করেন, তার স্বামী বিভিন্ন সময় বলতেন এখানে খুব কষ্টে আছেন। প্রশাসনিক কিছু সমস্যা আছে। তিনি এখান থেকে বদলী হয়ে চলে যেতে চেয়েছিলেন। তাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন তুমি বুঝবানা। বাড়ি এসে বলবো। আকলিমা বলেন, ১০ জানুয়ারী ছুটি নিয়ে তার স্বামীর বাড়ি যাওয়ার কথা ছিল। ওইদিন সকালে তিনি অসুস্থবোধ করছেন বলে আকলিমাকে মোবাইলে জানান। প্রত্যুত্তরে আকলিমা জানতে চান তিনি গাড়িতে উঠতে পারবেন কি-না। জবাবে গাড়িতে উঠতে পারবেন বলে স্ত্রীকে জানান সাইফুল। এর কিছুক্ষণ পর থেকেই সাইফুল মোবাইল ফোন  ধরেননি। দুপুরে নাজিম উদ্দিন নামে তার এক বন্ধু (সুনামগঞ্জে কর্মরত কারারক্ষী) ফোন ধরে জানতে চান আপনার সাথে কি তার ঝগড়া হয়েছে। আমি বললাম না। কেন ওর কি হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, তার বাবা বা ভাইকে দিন। আপনাকে বলা যাবেনা। তার কাছ থেকে খবর পেয়ে আমরা সিলেটে যাই। মঙ্গলবার ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমার ধারণা পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার চাই।
সংবাদ সম্মেলনে মৃত কারারক্ষী সাইফুল আলমের শ্বশুর ফয়েজ আহমদ দাবি করেন, তার জামাতা গোয়েন্দা বিভাগে কর্মরত থাকায় প্রায়ই উর্ধতন কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করতে হতো। এ জন্য মাঝে মাঝে সমস্যা হতো বলে তিনি তার কাছ থেকে জেনেছেন।
সাইফুল আলমের ভগ্নিপতি জয়নাল আবেদীন দাবি করেন, তিনি বিষাক্রান্ত হয়ে মারা গেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা এমন রিপোর্টও দিয়েছে। তারা বলেছে যদি সেখানে তাকে বিষমুক্ত করা যেতো তবে বাঁচানো সম্ভব ছিল। কিন্তু হবিগঞ্জ হাসপাতালে ভর্তির সময় বলা হয়, তিনি গলায় ফাঁস লাগিয়েছেন। এমন ভুল তথ্যের কারণে তার উপযুক্ত চিকিৎসা হয়নি বলে দাবি করেন তিনি।
কারাগার সূত্রে জানা যায়, সাইফুল আলম প্রায় ১ বছর ২ মাস যাবত হবিগঞ্জ জেলা কারাগারে কর্মরত ছিলেন। আর ১২ বছর ধরে তিনি এ পদে বিভিন্ন স্থানে কারাগারে কর্মরত ছিলেন। গত ১০ জানুয়ারী ছুটি নিয়ে তার বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন তাকে ব্যারাকে গলায় লুঙ্গি পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় অন্য করারক্ষীরা। তাকে প্রথমে সদর আধুনিক হাসপাতাল এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে যান। মঙ্গলবার ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নানা রহস্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জের জেল সুপার গিয়াস উদ্দিন জানান, ১০ জানুয়ারী সকালে সে ব্যারাকে গলায় ফাঁস লাগায়। আমি দেখিনি। যারা খুলেছে তারা বলেছে, লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগিয়েছে। জিহŸা বেরিয়ে গেছে। তাকে তাৎক্ষণিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ডাক্তার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার পরিবার কিসের উপর ভিত্তি করে বিষের কথা বলছে তা আমি জানিনা। তিনি বলেন, সে প্রিজন সিকিউরিটি ইউনিটের (কারা গোয়েন্দা বিভাগ) অধীন ছিল। তার নিয়ন্ত্রণ সরাসরি অধিদপ্তরের কাছে। সে হেড অফিসের স্টাফ। তাকে ছুটি দেন হেড অফিস। আমি তা বলতে পারিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com