শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

নবীগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে বাসের নীচে সিএনজি ॥ ৩ সিএনজি যাত্রী নিহত ॥ ২ ঘন্টা

  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫
  • ৪২১ বা পড়া হয়েছে

মহাসড়ক অবরোধ ॥ বাসে আগুনকিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে মামুন পরিবহনের একটি বাসের চাপায় সিএসজির ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ৪ যাত্রী। জনতা ঘাতক বাসটিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনার পর পরই স্থানীয় বিক্ষোব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে ধাওয়া করে। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
0নিহতরা হচ্ছে-নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের কাছন মিয়ার স্ত্রী সখিনা বিবি (৪০), তার ফুফু মখলিছ বিবি (৬০) ও একই এলাকার আব্দুল হান্নানের ছেলে সুফিয়ান (২২)।
আহতদের মধ্যে তিনজন হচ্ছে-নিহত সখিনা বিবির ননদ সাথী বেগম (২৫), সিএনজি চালক (৩০) ও হেলেনা বেগম (২২)। আহত অপরজন সখিনার শাশুড়ি বলে জানা গেলেও তার নাম জানা যায়নি। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
000স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুর ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি সিএনজিকে পুলিশ ধাওয়া করলে চালক পুলিশের হাত থেকে রক্ষা পেতে দ্রুত গতিতে সিএনজি চালায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী মামুন পরিবহনের একটি বাসের সামনে পড়ে সিএনজিটি। এ অবস্থায় সিএনজিটি বাসের নীচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সিএনজি সখিনা বিবি নামে এক যাত্রীর মৃত্যু হয়। আহত হয় চালকসহ আরো ৫ জন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সখিনা বিবির ফুফু মখলিছ বিবি ও একই এলাকার সুফিয়ান মারা যান। এ সময় উত্তেজিত জনতা মামুন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি ভস্মিভূত হয়। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভাতে সক্ষম হন। এ সময় উত্তেজিত জনতা হাইওয়ের দুই পুলিশ সদস্যকে আটক করে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ, নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খানঁসহ স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু’পুলিশ সদস্যকে ছাড়িয়ে নিয়ে আসেন।
প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় প্রায় দু’ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com