শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

সুসংগঠিত যুবলীগের নেতৃত্বকে আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ডের অংশীদারিত্ব নিতে হবে -এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ৪৫১ বা পড়া হয়েছে
????????????????????????????????????

এম এ আই সজীব ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে জেলা যুবলীগ আয়োজিত বর্নাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ দেশে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আর সেই উন্নয়ন কর্মকান্ডকে বিঘিœত করতে বিএনপি-জামাত জোট ধ্বংসাত্বক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তিনি হবিগঞ্জ জেলা যুবলীগকে সঠিক নেতৃত্বের কারনে সুসংগঠিত উল্লেখ করে 12 copy.jpg-rবলেন আওয়ামীলীগের ভ্যানগার্ড যুবলীগকে জঙ্গি ও ষড়যন্ত্রের রাজনীতি প্রতিরোধের পাশাপাশি আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ডের দায়িত্ব নিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি বলেন, কিছুদিন আগে পৌর মাঠে বিশাল গুণীজন সম্মাননা অনুষ্টানের পাশাপাশি বর্নাঢ্য প্রতিষ্টাবার্ষিকীর র‌্যালী ও আলোচনা সভা করে হবিগঞ্জের যুবলীগের নেতৃত্ব নিজেদের সক্ষমতা প্রমান করেছে। তিনি আগামী পৌর নির্বাচনের কথা উল্লেখ করে বলেন দল অবশ্যই প্রার্থী মুল্যায়নের সময় ত্যাগী ও সংগঠক নেতৃত্বকে মেয়র পদে প্রার্থী হিসেবে বিবেচেনা করবে। কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডঃ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম আকবর হোসেন জিতু, জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ন কবির রেজা, জেলা যুবলীগ নেতা আব্দুল মালেক, শওকত আকবর সোহেল, উমেদ আলী শামীম, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, ফজল উদ্দিন তালুকদার, জাকির হোসেন, লুৎফুর রহমান, রেখাছ মিয়া, ফজলুল হক চৌধুরী সেলিম, ফজল আহমেদ চৌধুরী, এনামুল হক মামুন, আব্দুল কদ্দুস সেন, ফারুক পাঠান, সাব্বির আহমেদ, অলিউর রহমান, সাইফুল ইসলাম রানা, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী। বক্তারা হবিগঞ্জ পৌরসভায় যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে মেয়র পদে প্রার্থী করার দাবী জানান। একই সাথে নবীগঞ্জ ও চুনারুঘাট পৌরসভায় গোলাম রুসুল চৌধুরী ও লিমন লস্করকে প্রার্থী করার দাবী জানান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক তৈয়বুর রহমান এবং গীতা পাঠ করেন পংকজ ভট্টাচার্য। এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী  শিরিষতলা থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে চৌধুরীবাজার খোয়াই মুখ পয়েন্টে গিয়ে শেষ হয়। সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন ১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্দেশে যুবলীগের প্রতিষ্টাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  শেখ ফজলুল হক মনির নেতৃত্বে যুবলীগের জন্ম হয়। তারপর থেকে বাংলাদেশের প্রতিটি গনতান্ত্রিক আন্দোলনে যুবলীগের কর্মীরা রক্ত দিয়েছে, সংগ্রাম করে বাংলাদেশের গনতান্ত্রিক অভিযাত্রাকে সফল করেছে। তিনি প্রতিষ্টাবর্ষিকীর র‌্যালী ও আলোচনা সভা সফল করায় যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এই আয়োজনে পৌরবাসীর সহযোগীতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com