বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হুরগাও গ্রামে হারুন হত্যাকাণ্ড ॥ ৭ জনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন গ্রিসে প্রবেশের সময় সীমান্তে নবীগঞ্জের এক যুবকের মৃত্যু নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় সিলেটের আদালতে ৩ জনের মৃত্যুদণ্ড জেলা পরিষদ চেয়ারম্যানকে লাখাই সরকারি কলেজের ফুলেল শুভেচ্ছা মহাসড়কের বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ॥ আহত ১০ বানিয়াচঙ্গে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ॥ বাবার মত মানুষের সেবা করে যেতে চাই-এমপি রুয়েল গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসবে বাঙালি সাজে বিদেশিরা লাখাইয়ে ইয়াবা ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনাটি শালিসে নিষ্পত্তি

  • আপডেট টাইম সোমবার, ৪ মে, ২০১৫
  • ৩৭১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ ॥ নবীগঞ্জে সংগঠিত শ্রমিক-পুলিশের সংর্ঘষের ঘটনাটি গতকাল শনিবার সকালে নিষ্পত্তি হয়েছে। উপজেলা মিলনায়তনে সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, মটর মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সজিব আলী, জিতু মিয়া, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল হাই, আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, যুবলীগ ফজলুল হক চৌধুরী সেলিম, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, শ্রমিক পরিবহনের সভাপতি ইয়াওর মিয়া, মিনি বাস মালিক সমিতির সভাপতি বজলুর রশীদ, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক, মালিক সমিতির নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সমঝোতা বৈঠকে এক সৌহার্ধ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সৃষ্ট ঘটনাটি নিষ্পত্তি করা হয়। এবং ভবিষ্যতে পুলিশ, মালিক ও শ্রমিক ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com