মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন

নবীগঞ্জে দেওয়ান ফরিদ গাজীর ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০১৩
  • ৫৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রাক্তণ মন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তী সংগঠক আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজী এমপির তৃতীয় মৃত্যু বার্ষিক নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা- আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কাজী ওবায়দুল কাদের হেলালের ব্যক্তিগত উদ্যোগে গতকাল ১৯ নভেম্বর দুপুর ১২টায়, উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তাহিরপুর এন,ই আলীম মাদরাসা মসজিদে প্রয়াত দেওয়ান ফরিদ গাজীর রুহের মাগফেরাত কামনা করে এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়ার পূর্বে দেওয়ান ফরিদ গাজীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন, কাজী ওবায়দুল কাদের হেলাল ও মাদরাসা এবতেদায়ী শাখার প্রধান শিক্ষক ফরিদ গাজী স্নেহধন্য মাওলানা আনছারুল ইসলাম। এছাড়াও গতকাল বাদ জোহর, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোতাহির মিয়ার উদ্যোগে নবীগঞ্জ উপজেলা সদরে, উপজেলা পরিষদ মসজিদ ও বাদ আছর মদিনা মসজিদে এবং পারিবারিক উদ্যোগে গ্রামের বাড়ী দেবপাড়া, সিলেট লামাবাজার ও ঢাকাস্থ সেগুনবাগিছা বাস ভবনে মিলাদ, দোয়া ও কোরআন খানীর আয়োজন করা হয়। ভোরে সিলেটস্থ হযরত শাহ জালাল (রহ.) এর দরগাহ প্রাঙ্গনে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠন মুক্তিযুদ্ধাবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও পরিবারের সদস্যরা কবর জিয়ারত ও মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন করেন। তাহিরপুর আলীয়া মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল। উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি- আব্দুল আউয়াল, সহসভাপতি- শাহ গুল আহমেদ কাজল ও এ.কে.এম জসিম উদ্দিন চৌ: খালেদ, ৫নং আউশকান্দি আওয়ামীলীগের অন্যতম নেতা- আজম খান, ৬নং কুর্শি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নেছার আহমেদ জগলু, যুবলীগ নেতা আতাউর রহমান, ইকবাল হোসেন, ৬নং ইউনিয়ন ৩ আওয়ামীলীগের ওয়ার্ডের সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, ছাত্রলীগ নেতা- কাওছার আহমেদ, জাকারিয়া আহমেদ, তোফাজ্জুল হোসেন বাদশা, রোহান আহমেদ, আশরাফুল ইসলাম, মাহফুজ আহমেদ, ইউপি সদস্যা আছাব মিয়া ও রুহুল আমীন, মাদরাসার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রভাষক মাওলানা আব্দুল আলীম, প্রভাষক আলী আকবর, প্রভাষক জসিম উদ্দিন, মাওলানা রুহুল আমীন, মাওলানা রওশান আলী, মাওলানা মোঃ আনছারুল ইসলাম, শিক্ষক আব্দুল কাদের, মুস্তাফিজুর রহমান, আঃ ছামাদ, সহিদুল আলম, ক্বারী আব্দুল কাদির, আজিজুল হক জাহাঙ্গীর ও আইয়ূব হোসেন, মাদরাসার কর্মচারী নুরুল ইসলাম, আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী লোকমান মিয়া, আব্দুল কাদির, ডাঃ মোঃ সেলিম আহমদ, ও তাহিরপুর মাদরাসার এবং তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্রবৃন্দ মিলাদে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com