স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে শায়েস্তাগঞ্জ থানা হস্তান্তর করা হয়। জানা যায়, গ্রেফতারকৃত রিয়াদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় একাধিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।