সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উপজেলা পরিষদের গেইটে ইয়াবাসহ কামাল আটক শহিদ জিয়ার নীতি আদর্শ বাস্তবায়ন হোক জন্মবার্ষিকীর অঙ্গীকার-এনামুল হক সেলিম শহরে নতুন স্টেডিয়ামের পাশের জমি থেকে লাশ উদ্ধার জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সালেহ আহমদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও দোয়া মাহফিল লালচান চা বাগান থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার সাজেদুর রহমানের দায়িত্ব গ্রহণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল হবিগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবীগঞ্জের মোস্তাকিন হত্যাকাণ্ড! ॥ পরিকল্পনাকারী দুই ভাবীর টাই হলো কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ ব্যুরো চীফ ॥ নবীগঞ্জ উপজেলার পুরানগাওঁ গ্রামের চাঞ্চল্যকর কিশোর মোস্তাকিন হত্যাকান্ডের পরিকল্পনাকারী নিহত মোস্তাকিনের দুই ভাবীর অবশেষে টাই হলো কারাগারে। গত শনিবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধৃত ঘাতক রায়হান উদ্দীনের স্বীকারোক্তি মুলক জবানবন্দির প্রেক্ষিতে শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, ২৪ নভেম্বর রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাওঁ গ্রামে মৃত জফর মিয়ার ৪র্থ ছেলে কিশোর মোস্তাকিন দুই ভাবীর পরকীয়ায় আসক্ত অবস্থায় দেখে ফেলায় পরিকল্পনা করে তাদের সহযোগিতায় ধারালো ছুরি দিয়ে কিশোর মোস্তাকিন (১৭) কে জবাই করে হত্যা করে রায়হান উদ্দীন। ঘটনার পরপর আত্মগোপনে চলে যায় রায়হান। নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান করেও তাকে না পাওয়ায় গ্রেফতার করতে সক্ষম হননি। এ ব্যাপারে দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকায় ফলাও করে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে এবং শুরু থেকেই ভাবীদের পরকীয়ার বলি মোস্তাকিন সংবাদে উল্লেখ করা হয়। অবশেষে বৃহস্পতিবার মামলার প্রধান আসামী রায়হান উদ্দীনকে সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেন ব্যাব-৯ ও পুলিশ। রে পুলিশ হেফাজতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে রায়হান উদ্দীন ঘটনার লোমহর্ষ বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে। তার দেয়া তথ্য মতে পুলিশ হত্যাকান্ডের বিভিন্ন আলামত উদ্ধার করে। পরে শুক্রবার রায়হান উদ্দীন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় তার স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে। পুলিশ শুক্রবার রাতেই ঘটনার মুল পরিকল্পনাকারী দুই ভাবী কে গ্রেফতার করে পুলিশ। ফলে পরকীয়ার বলিই কিশোর মোস্তাকিন বেরিয়ে আসে। ঘাতক রায়হান উদ্দীন পালাক্রমে নিহতের দুই ভাবীর সাথেই মেলামেশা করতো। ঘটনার দিন প্রথমে মেজো ভাবী তাছলিমার সাথে মেলামেশা করে। পরে বড় ভাবীর শয়ন কক্ষে যাবার সময় মোস্তাকিন দেখে ফেলে। এবং ঘটনাটি তার মায়ের কাছে বলে দিবে মর্মে জানানোর কথা বলাই কাল হয়ে দাড়ালো। শেষ পর্যন্ত নির্মমভাবে খুন হয় মোস্তাকিন। এ ঘটনাটি নবীগঞ্জের সর্বত্র আলোচনার ঝড় উঠে। এলাকাবাসী ঘাতক রায়হান উদ্দীনসহ পরিকল্পনাকারী দুই ভাবীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com