স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজে যাথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্বির্যে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
এই উপলক্ষ্যে গত ১২ রবিউল আওয়াল, ১৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় কলেজ ছাত্র মিলনায়তনে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম, শিক্ষা, নারী অধিকার ও রাসুল (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক ও আদর্শ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলাম এর সভাপতিত্বে ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আহ্বায়ক রাফিউল হক খান পাঠান এর পরিচালানয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আব্দুল আহাদ খান, সহকারী অধ্যাপক মোঃ মঈন উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ লতিফ হোসেন, সহকারী অধ্যাপক গৌতম সরকার, সহকারী অধ্যাপক মিহির রঞ্জন সরকার, প্রভাষক রঞ্জু পাল, সুধাম চন্দ্র দাস প্রমুখ।
অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেন কমিটির সদস্য প্রভাষক মোঃ আঙ্গুর খান ও প্রভাষক মোঃ আব্দুল্লাহ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক রাফিউল হক খান পাঠান। পরে তবারক বিতরণের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি হয়।