মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলা চেষ্টা ॥ আটক ৩ বানিয়াচঙ্গের পৈলারকান্দি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ১৫ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকে শুল্ক বৃদ্ধি মাধবপুরে শিল্পপতিদের হতাশা জিয়াউর রহমান ও তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে হবিগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ ঢাকায় বিমান বিধ্বস্ত এর ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় গণঅধিকার পরিষদের দোয়া মাহফিল মিথ্যা ও হয়রানীরমূলক ধর্ষণ মামলার প্রতিবাদে বাদীর সংবাদ সম্মেলন বানিয়াচঙ্গে পাহারাদার রঙ্গিলা হত্যাকান্ডের ঘটনায় আটক ১ হবিগঞ্জ শহরে বিক্ষোভ নিজামপুরে বিএনপির জনসভায় জি কে গউছ ॥ বিএনপির নেতাকর্মীদের দ্বারা যেন ভিন্ন মতের, ভিন্ন ধর্মের মানুষ কষ্ট না পায় হবিগঞ্জ জেলা বিএনপির ৪ নেতার বিবৃতি ॥ নিরপরাধ লোকজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সাথে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৭তম সভা অনুষ্ঠিত

চুনারুঘাটে জুলুস পূর্ব সমাবেশে বক্তাগণ পবিত্র মিলাদুন্নবী তথা কোরআন সুন্নাহ বিদ্ধেষীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • আপডেট টাইম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আহলে সুন্নাত ওয়াল জমা’আত ঐক্য ঐক্য পরিষদ চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত। প্রতি বছরের ন্যায় গতকাল ১০ রবিউল আওয়াল শনিবার সকাল ৯ টা থেকে চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার রাসুল প্রেমিক সুন্নী জনগণের উপস্থিতিতে পৌর শহর জনসমুদ্রে রুপ নেয়। জুলুস পুর্ব সমাবেশে বক্তাগণ বলেন, মহানবী হযরত মোহাম্মদ (দ.) এর মিলাদুন্নবী বিরোধী তথা পবিত্র কুরআন বিদ্ধেষী নাস্তিক্যবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুন্নী জনতার প্রতি জোর দাবী জানান। বক্তাগণ আরো বলেন, মহানবী (দ.) এর পৃথিবীতে শুভাগমন না হলে আজ পৃথিবী অন্ধকারে নিমোজ্জিত থাকতো। মহানবীর আগমনের কারণেই আমাদের সৃষ্টি তথা আলোর পথ পেয়েছি। মানব জীবনে মহানবী (দ.) এর আদর্শ অনুস্মরণই মানব জাতির মুক্তির একমাত্র পথ। আজ এক শ্রেণির নেতা তথা মুসলমান নামধারী ব্যক্তিরা ঈদে মিলাদুন্নবী (দঃ) তথা পীর আউলিয়া ও মাজার নিয়ে বিদ্ধেষ পোষণ করছে এবং মাজার ভেংগে ফেলছে। এদেশে একমাত্র সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সুফীবাদী সুন্নী জনতাই হক্কানী আলেম হিসাবে পরিচিত পেয়েছে। ইসলাম এবং সুফিবাদের বিরুদ্ধে কথা কেহ টিকে থাকতে পারেনা। সভায় শহীদ আবুল হোসেন আকল মিয়া হত্যার বিচার দাবী জানানো হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি আলহাজ্ব আব্দুল জাহির মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, মুফতি আব্দুল মমিন শফিকুল ইসলাম তালুকদার দুলালের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিলাদুন্নবী জুলুস পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা শাহ্ জালাল আহমদ আখঞ্জী, মাওলানা ছোলাইমান খান রাব্বানী, ইসলামীক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম জাফরী, মাওলানা আফসার আহমদ তালুকদার, মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, সাংবাদিক এস এম তাহের খান, মাওলানা মুফতি মুসলিম খান, এডভোকেট নাজমুল ইসলাম বকুল, কাজী মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা ফজলুল হক, মুফতি মুসলিম খান, উপজেলা ইসলামী ফ্রন্টের মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, মাওলানা আজিজুল হক সোহাগ, মুড়ারবন্দ দরগাহ খাদেম সৈয়দ মুরাদ আহমদ চিশতী, মাওলানা নিয়ামত আলী, মাওলানা মোশাহিদুল ইসলাম, আল ইসলাহ নেতা আব্দুর রশিদ মাষ্টার, আসাদ খান, পৌর আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি শেখ জামাল আহমদ, উপজেলা যুবসেনার সভাপতি আব্দুল আজিজ ইকবাল, মাওলানা আব্দুল মুকিত শাহিন, কুতুব উদ্দিন আখঞ্জী, মোঃ মোক্তার হোসেন, ছাত্রনেতা মাওলানা মামুনুর রশীদ, উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, মোঃ জাবেদ মিয়া, উপজেলা ছাত্রসেনা সভাপতি হাফেজ নোমান আহমদ প্রমুখ। আলোচনা শেষে এক বিশাল জশনে জুলুস বের হয়। জুলুসটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সভাস্থলে এসে মিলাদ শরীফ মোনাজাতে দেশ ও বিশ্বের শান্তি কামনা করেন। বিশ্বের নির্যাতিত মুসলিমদেরসহ সমগ্র দেশ জাতির ইহকালিন ও পরকালীন শান্তি কামনায় মোনাজাতের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ)এর আনুষ্ঠানিকতা শেষ হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com