শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে বয়োবৃদ্ধ দম্পত্তিকে দলবেঁধে পিটিয়ে জখম ॥ আহত নারীর মাথার খুলি ফেটে গেছে হবিগঞ্জ শহরে দীর্ঘদিন পর স্বস্তির বৃষ্টি ॥ শহরবাসীর মাঝে উল্লাস চুনারুঘাটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মাজার জিয়ারত পৌর এলাকার অটোরিক্সা চালকদের যাচাই বাছাই কার্যক্রম ও তামাক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার খুৎবায় হাফেজ আমিনুল হক ॥ দুযকের আগুন থেকে রক্ষা পেতে হলে সন্তানদেরকে মক্তব ও মসজিদে পাঠান জেলা আইনজীবি সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান বিচারপতি-ওবায়দুল হাসান ॥ অধিকার বঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করতে কাজ করুন মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ নবীগঞ্জে কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী সাজু মিয়া গ্রেপ্তার উপজেলা নির্বাচন বর্জনের আহবানে জেলা বিএনপির লিফলেট বিতরণ

নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কায়স্থ গ্রামে প্রভাবশালীরা সরকারী ও মালিকানাধীন ভূমি, রাস্তাসহ শ্নাশানঘাটের জায়গা জবরদখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ১৯টি পরিবারের পক্ষ থেকে ২১ এপ্রিল একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই গ্রামের ছাওধন করের পুত্র মানিক কর অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার গজনাইপুর গ্রামের ছালিক মিয়া (৩৮), ফরিজ উদ্দিন (৫০), আছদ্দর মিয়া (৪৫), কাইয়ুম উল্লা (৩৫), লেবু মিয়া (৫২),খায়ের উল্লা (৩৫) সহ প্রভাবশালী একদল লোকজন কায়স্থগ্রাম শব্দকর পাড়ায় সংখ্যালঘু ১৯টি পরিবারের লোকজন দীর্ঘদিন যাবত নানাভাবে হয়রানি হয়ে আসছে। অভিযোগকারী বলেন, তাদের পূর্বপুরুষগণ শব্দকর পাড়া থেকে বিবাদীগনের বাড়ী সংলগ্ন পাশের রাস্তা দিয়ে বিজনা নদী ও শ্নাশানঘাটে চলাচল করে আসছিলেন। এবং কায়স্থগ্রাম সাকিনের বাসিন্দাগণের বিজনা নদীর পাড়ে অনুমান ১০ শতক জায়গায় শ্নাশানঘাট হিসাবে তাহারা ব্যবহার করিতেছেন। বিবাদীগণ এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের গ্রামের চলাচলের রাস্তা এবং শ্নাশানঘাটের জায়গা জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছে। তাছাড়া, তাদের শব্দকর পাড়া থেকে বের হবার রেকর্ডীয় রাস্তা কিছুদিন পরপরই জোরপূর্বক বন্ধ করিয়া রাখিয়া দেয়। যার ফলে শব্দকর পাড়ার লোকজন উক্ত রাস্তা দিয়া চলাচল করা সহ মৃত ব্যক্তি নিয়া বিজনা নদীর পাড়ে নির্ধারিত শ্নাশানঘাটে সৎকার করা অসম্ভব হয়ে পড়ে। উক্ত বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি সহ উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবরে বিগত ১১/০৭/২০২৩ইং তারিখে লিখিত আবেদন করলেও কোন কাজের কাজ কিছু না হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দিতে বাধ্য হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com