সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

পল্লী বিদ্যুত সমিতির সচিব নির্বাচিত হওয়ায় সোহেলকে কর্মরত সাংবাদিকদের সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক লোকালয় বার্তার সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য মোঃ এমদাদুল ইসলাম সোহেল হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা বোর্ডের টানা তৃতীয় বারেরমত সচিব নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় বদিউজ্জামান খান সড়কের কিচেন টুয়েন্টি রেষ্টুরেন্টে এ সংবর্ধনা দেয়া হয়।
সাংবাদিক আব্দুল হালিমের সভাপতিত্বে ও ফয়ছল চৌধুরীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন, প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, শরীফ চৌধুরী, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ হাকিম, সহ-সভাপতি জুয়েল চৌধুরী, মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ আর শায়েল, সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম, মোহাম্মদ নায়েব হোসাইন, মীর আব্দুল কাদির, জাহেদ আলী, সহিবুর রহমান, আজহারুল ইসলাম মুরাদ, সৈয়দ মশিউর রহমান, এএইচএম হেলিম, আব্দুল হান্নান টিপু, মুজিবুর রহমান, কাজী মিজানুর রহমান, রুবেল মিয়া, নুরুজ্জামান, নুর উদ্দিন সুমন, মোতাব্বির হোসেন কাজল ও ডা. শেখ আব্দুল জলিল প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী প্রাণকৃষ্ণ। এদিকে সাংবাদিকরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছাসহ ক্রেষ্ট প্রদান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com