বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

রাস্তা উদ্বোধনের জনসভায় এমপি আবু জাহির ॥ দেশের জনগণ নৌকায় ভোট দিয়েছে বলেই কাজগুলো আমরা করতে পেরেছি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত থাকুক। প্রাকৃতিক দুর্যোগ এবং অগ্নিসন্ত্রাসের মতো মানুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করেও তিনি দেশকে এগিয়ে নিচ্ছেন। দেশ ও দেশের মানুষের স্বার্থে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয়ী করা জরুরী। তিনি গতকাল সোমবার হবিগঞ্জ সদর উপজেলার রিচি জাঙ্গাল সড়ক পাকাকরণ কাজে উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য জানিয়ে সংসদ সদস্য বলেন, জাতির পিতার তৈরি করে দেয়া ভিত্তি বা শুরু করে যাওয়া প্রতিটি কাজ সফলভাবে করতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণ আমাদের বার বার নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন বলেই এই কাজগুলো আমরা করতে পেরেছি।
হবিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি এবং রিচি ইশান কোনা পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ আরব আলীর সভাপতিত্বে এবং আব্দুল মোতাকাব্বির রাজ্জাক, রিচি সমাজকল্যাণ যুবসংঘের সাধারণ সম্পাদক জিতু মিয়ার পরিচালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন, রিচি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, রিচি গ্রাম পঞ্চায়েতের সহ সভাপতি হাজী মোঃ জিতু মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, হাড়িয়া কোনা পঞ্চায়েত কমিটির আহবায়ক মোজাম্মেল হোসেন মুছন মিয়া, অগ্নিকোনা পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ আরব আলী, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, সাগর কোনা পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ দিদার আলী, হাজী মোঃ আকবর আলী, রিচি সমাজকল্যাণ যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ জিতু মিয়া, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন, এনএসআইয়ের সাবেক কর্মকর্তা আব্দুল মোছাব্বির, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রউফ মাসুক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান মুকুল, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সাইফ-ই রহমান তন্ময় প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com