সোমবার, ১৩ মে ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে হাওরে প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধার হবিগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ॥ কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার হবিগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ পাশের হার ৭২.০৫% কৃষিমন্ত্রীকে জেলা পরিষদ হবিগঞ্জ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা নবীগঞ্জ বড় ভাকৈর পশ্চিম ও পূর্ব ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ১ শিক্ষার্থীর মৃত্যু ২ জনের আত্মহত্যার চেষ্টা সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের মতবিনিময় নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, মামুন সাধারন সম্পাদক ছালেহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

চুনারুঘাটে আকল মিয়া হত্যা মামলায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি আবুল হোসেন আকল মিয়া হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে সর্বদলীয় সংগ্রাম পরিষদ। গতকাল সোমবার বিকেলে চুনারুঘাট পৌর শহরের মধ্য বাজারে হাজারো মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সালাম তালুকদার এর সভাপতিত্বে ও তরুণ ব্যবসায়ী সাজিদুল ইসলাম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর মহালদার, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন সামসু, চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, শামছুল উলুম কওমি মাদ্রাসার মোহতামিম মাওলানা জহুর আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রানীগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রিপন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতা আলী মোহাম্মদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সজল দাস, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোক্তাদির কৃষান চৌধুরী, উপজেলা যুবলীগের সহ সভাপতি এডভোকেট শহিদুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল আরমান প্রমূখ। এছাড়া আবুল হোসেন আকল মিয়ার বড় ছেলে নাজমুল হোসেন বকুল আবেগঘন বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, ‘আবুল হোসেন আকল মিয়া একজন সালিশ বিচারক ছিলেন, তাকে হত্যার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো বিচার কার্য সম্পন্ন হয়নি। তার হত্যাকাণ্ডে জড়িত আসামীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানাই’।
উল্লেখ্য, ২০১৮ সালের ১ মার্চ ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দূর্বৃত্তরা আবুল হোসেন আকল মিয়ার ওপর হামলা করে এবং হাতুরি দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারস্থৃত্যু হয়। ঘটনার পরদিন নিহতের ছেলে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল বাদি হয়ে উপজেলার পৌর শহরের বাল্লা রোডের রবীন্দ্র চন্দ্র পালের ছেলে রঞ্জন চন্দ্র পালকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। একই বছরের ৩০ মার্চ মামলার আসামি জসিম উদ্দিন ওরফে শামীমকে ঢাকার তেজকুনিপাড়ার একটি বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পর দিন তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর মধ্যে এক আসামি কারাগারে মারা যান। তবে হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামী রঞ্জন চন্দ্র পাল পলাতক ছিলেন। দীর্ঘদিন পর রঞ্জন পাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে, ১০ দিনের রিমান্ড মঞ্জুরের জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। আজ মঙ্গলবার আদালত রিমান্ড শুনানি হবে। রিমান্ড মঞ্জুর হলে হত্যার রহস্য উদঘাটন হতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com