সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জের অলিপুরে পিকনিকের বাসে ট্রাকের ধাক্কা ॥ আহত ১৫ ‘অপারেশন ডেভিল হান্ট’ ॥ নবীগঞ্জে আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হেলাল গ্রেফতার ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুরে যানবাহনে দুর্ধর্ষ ডাকাতি ॥ আহত ৫ নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ॥ আহত ১০ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সালেহ আহমেদের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ পইল ও হুরগাঁও গ্রামের ৩ বিশিষ্ট ব্যক্তির গণঅধিকার পরিষদে যোগদান মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী আটক অবৈধ দাবী পূরণ না করায় ব্যবসায়ীকে মারধর করে পুলিশে দিল যুবদল নেতা মামলা না থাকায় ছেড়ে দিয়েছে পুলিশ বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি রুয়েলের ব্যক্তিগত সহকারী জামাল হোসেন আটক শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান আল রিয়াদ গ্রেফতার

আওয়ামীলীগের মামলায় বিএনপির ৪৪ নেতাকর্মীর ৬ সপ্তাহের জামিন

  • আপডেট টাইম শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির অফিস ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ জি কে গউছের বাস ভবনে হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় আওয়ামীলীগের দায়েরকৃত মামলায় বিএনপির ৪৪ নেতাকর্মীর ৬ সপ্তাহের আগাম জামিন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। আসামীপরে আইনজীবি এডভোকেট শাহীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। জামিনপ্রাপ্ত আসামীরা হলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, সদস্য মহিবুল ইসলাম শাহিন, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য প্রকৌশলী আব্দুল আজিজ, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক শরীফ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মহসিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গুলজার খান, মোঃ আরব আলী ও শ্যামল আহমেদ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু ছালেক, হবিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, যুগ্ম আহ্বায়ক শেখ মামুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছের ছোট ভাই জি কে গাফফার ও গোলাম মাওলা, যুবদল নেতা ইকবাল হোসেন রুকন, আসিফুল ইসলাম ইমন, ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন সহ ৪৪ নেতাকর্মী।
উল্লেখ্য, গত ২০ আগস্ট বিকেলে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের একটি মিছিল বের করা হয়। এক পর্যায়ে বিএনপি ও আওয়ামীলীগ উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে কাদানো গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ সময় শায়েস্তানগর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় গত ২৫ আগস্ট রাতে হবিগঞ্জ সদর থানায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com