শুক্রবার, ১০ মে ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির মিডিয়া এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১০১ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেছেন, তৃতীয় বাংলা খ্যাত গ্রেটব্রিটেনে ভাষা-সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও কমিউনিটির প্রতি সামাজিক দায়বদ্বতা নিয়ে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি কাজ করছে যা সত্যিই প্রশংসার দাবীদার।
গত ২৮শে জুলাই শুক্রবার সন্ধ্যায় পূর্বলন্ডনের একটি রেষ্টুরেন্টে ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির এওয়ার্ড বিতরনী ও মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকে গ্রেটব্রিটেনের সাথে বাংলাদেশের সম্পর্ক চমৎকার। দু’দেশের সম্পর্ক আরো গতিশীল হয়েছে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে। এ সম্পর্ককে ধরে রাখতে বাংলা মিডিয়ার সাংবাদিকরা সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রতি খুবই আন্তরিক। তিনি সাংবাদিক কল্যাণ ফান্ড এবং প্রধানমন্ত্রীর তহবিল থেকে সাংবাদিকদের সহায়তা করে আসছেন। হাইকমিশনার আশ্বস্থ করে বলেন, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন সাংবাদিক প্রশিক্ষণসহ সামাজিক কর্মকান্ডে সাংবাদিকদের পাশে আছে থাকবে।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রবীন সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাজিদুর রহমান ও হ্যাপী শারমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডন বারা অব নিউহাম কাউন্সিলের চেয়ার (স্পিকার) কাউন্সিলার রহিমা রহমান, লন্ডন বারা অব রেডব্রিজ কাউন্সিলের মেয়র জোছনা ইসলাম, কেমডেন সিটি কাউন্সিলের মেয়র কাউন্সিলর নাজমা রহমান, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটে কাউন্সিলের ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার, লন্ডনন্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) আশিকুন নবী চৌধুরী ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমান।
ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২/২৩ প্রাপ্ত গুণী সাংবাদিকরা হলেন প্রয়াত অজয় পাল, ডেইলী ষ্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহ, সত্যবাণীর বার্তা সম্পাদক নিলুফা ইয়াসমীন হাসান, চ্যানেল এস টেলিভিশনের হেড অব নিউজ কামাল এইচ মেহেদী। একই অনুষ্ঠানে ইউকে বিআরইউ বেস্ট রিপোর্টার অব দ্যা ইয়ার ২০২১ পেয়েছেন এটিএন বাংলা ইউকে ম্যানচেষ্টার প্রতিনিধি আমিনুল হক ওয়েছ এবং ইউকে বিআরইউ বেস্ট রিপোর্টার অব দ্যা ইয়ার ২০২২ পেয়েছেন জগন্নাথপুর টাইমস এর কন্ট্রিভিউটিং রিপোর্টার, ব্রিটবাংলা গার্ডিয়ানের ম্যানেজিং এডিটর মুহাম্মদ সালেহ আহমদ।
উক্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও লন্ডনস্থ বাংলাদেশ মিশনের সাবেক প্রেস মিনিষ্টার বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, এটিএন বাংলা ইউকের উপস্থাপিকা সাংবাদিক উর্মি মাজহার, চ্যানেল এস এর নিউজ পেজেন্টার, কমিউনিটি এক্টিভিস্ট ডা: জাকি রেজোয়ানা আনোয়ার, প্রবীণ সাংবাদিক মুক্তকথা সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারুনুর রশীদ, লন্ডনে রেইনবো ফিল্ম ফ্যাস্টিব্যালের প্রবর্তক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা কামাল, শিক্ষাবিদ ড. রোয়াব উদ্দিন, রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর শামস ইসলাম, নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলার সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান জসিম, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কাউন্সিলার সাবেক ছাত্রনেতা ঈকবাল হোসেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর রেবেকা সুলতানা, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাসন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ট্রেজারার জনমতের এসিসটেন্ট এডিটর মুসলেহ উদ্দিন আহমেদ, বাংলা সংলাপের বিশেষ প্রতিনিধি বেতার বাংলার পেজেন্টার ডক্টর আনিসুর রহমান আনিছ, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের এসিসটেন্ট সেক্রেটারী সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের ইসি মেম্বার, দ্যা এডিটরের সম্পাদক আহাদ চৌধুরী বাবু, টাওয়ার হ্যামওলটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেইন, প্রবীন কমিউনিটি এক্টিভিস্ট হোসনে আরা মতিন, স্বদেশ বিদেশ ডটকমের সম্পাদক বাতিরুল হক সরদার, কলামিষ্ট রুমি হক, সাংবাদিক অলিউর রহমান অলি, জামাল খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাহেদা আর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্য ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদ, জগন্নাথপুর টাইমস এর কন্টিভিউটিং রিপোর্টার, এসিসটেন্ট ট্রেজারার আশরাফুল হুদা. মিজানুর রহমান মিরু।
প্রয়াত অজয় পালের পক্ষে এওয়ার্ড গ্রহণ করেন তার স্ত্রী দিপা পাল ও পুত্র দিপায়ন পাল, কামাল মেহদি, নীলুফা ইয়াসমিন হাসান ও আনসার আহমেদ উল্লাহ এওয়ার্ড গ্রহন করে তাদের অনুভুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি জার্নাল অব ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির জুলাই/২০২৩ সংখ্যার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ। পরে নৈশভোজে উপস্থিত সকলের অংশগ্রহণের মাধ্যমে সরব এই ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২/২০২৩ অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। এছাড়ও অনুষ্ঠানে লন্ডনের সাংবাদিক পরিবারের সদস্যদের পাশপাশি কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com