শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

সোয়ারগাঁওয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে ৫ শতাধিক লোকের প্রতিবাদ সভা ॥ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারি জায়গাসহ নিরীহ ও অসহায় মানুষের ভূমি জোরপূর্বক দখলকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সোয়ারগাঁও শাহজালাল জামে মসজিদের ঈদগাঁহ মাঠে ৯নং নিজামপুর/৫নং গোপায়া কল্যাণ কমিটির উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সোয়ারগাঁও গ্রামের বিশিষ্ঠ মুরুব্বী মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও ব্যবসায়ী মতিউর খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, রায়দর গ্রামের বিশিষ্ঠ মুরুব্বী ইমান আলী, মামদপুর গ্রামের মোঃ সুজন মিয়া, উত্তর চতুল গ্রামের ইদ্রিস মিয়া, দক্ষিণ চতুল গ্রামের জালাল মিয়া, জামাল মিয়া, ফকিরাবাদ গ্রামের ইছাক আলী মিয়া, মিটির চকের জহুর আলী, পাইকপাড়া গ্রামের আব্দুল হান্নান, ধুলিয়াখাল গ্রামের বিলাল মিয়া, নিজামপুর গ্রামের উজ্জল মিয়া, পূর্বকাঠাখালী গ্রামের জলফু মিয়া, সৈয়দপুর গ্রামের আলাই মিয়া, বিলাল মিয়া ও উত্তর পাইকপাড়ার রশিদ মিয়া, যুবসমাজের পক্ষে বক্তব্য রাখেন, দক্ষিণ চতুল গ্রামের মাসুক মিয়া, আরজত আলী মিয়া, সৈয়দপুর গ্রামের কদর আলী মিয়া, জিতু মিয়া, মিটিরচকের জামাল মিয়া, রাজু মিয়া, সরঁগাও গ্রামের আহম্মদ মিয়া, পাইকপাড়া গ্রামের লিটন মিয়া, আলমগীর মিয়া, ধুলিয়াখালের সাইফুল মিয়া, খোকন মিয়া ও মোছাব্বির মিয়া প্রমুখ। এ ছাড়া উক্ত সভায় প্রায় ৫ শতাধিক লোক গ্রামবাসীর পক্ষে অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পাইকপাড়া গ্রামের গহর আলী মিয়া, তার ভাই নুর আলী মিয়া, চাচাতো ভাই রহিম মিয়া ও সারাজ মিয়া পরস্পর আত্মীয়। তাদের অত্যাচার ও বিভিন্ন অপকর্মে নিজামপুর-গোপায়া ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। তারা একজোট হয়ে সরকারি জায়গা জমি দখল করে ভোগ দখল করে আসছে দীর্ঘদিন ধরে। সরকারি রেল লাইনের পরিত্যক্ত ভূমি দখল করে কলার বাগান করে ভোগ দখল আসছে। এ ছাড়া রেল লাইনের সরকারি জমি সংলগ্ন ভূমিদস্যুদের বাড়ি থাকায় এলাকায় বিভিন্ন অপকর্মের সুযোগ করে দিচ্ছে তারা। গত কয়েকদিন আগে তাদের বাড়ির পাশেই একটি কোম্পানীতে ডাকাতির ঘটনা ঘটেছে। বক্তারা বলেন, তারা গ্রামে চোর, ডাকাতসহ অপরাধীদের প্রশ্রয় দেয়ায় চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে তাদের ছত্রছায়ায় রেলের কোটি টাকা মূল্যে শিক তুলে নিয়ে বিক্রি করে দেয়া হয়েছে বলে প্রতিবাদ সভায় উল্লেখ করেন গ্রামবাসী। এ ছাড়া দুই ইউনিয়নের অনেক নিরীহ ও দরিদ্র মানুষের ভূমিও জোরপূর্বক দখল করে নিয়েছে তারা। তাদের অত্যাচারের কারণে সরকারি গোচারণ ভূমিতে গরু-বাছুরসহ গবাদি পশু ছড়াতে পারছেনা গ্রামবাসী। প্রতিবাদ করলে উল্টো গ্রামবাসীকে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে পুলিশ দিয়ে হয়রানি করা হয়। উল্লেখিত ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট আহ্বান জানিয়েছে গ্রামবাসী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com