সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ॥ ব্যাপক ক্ষয়ক্ষতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ আওয়ামী লীগ মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করেছে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হবিগঞ্জ গভ: হাইস্কুলের এ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের পরামর্শ সভা ॥ সমন্বয় কমিটি গঠন হবিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা ধল বাজারে ট্রাক্টর চাপায় নারী নিহত জগতপুরে মোটর সাইকেল উল্টে বিজিবি সদস্য আহত মাধবপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে দুই ভাই নিখোঁজ ॥ ১ জনের লাশ উদ্ধার নোভা ডিজিটাল সাইন উদ্বোধন করলেন এমপি আবু জাহির

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিভাগীয় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বিজ্ঞানমনস্কতা যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠার সহায়ক। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক হতে হবে। বিশ্বের জয়যাত্রার মূলে রয়েছে বিজ্ঞানের অগ্রগতি। বিজ্ঞানকে মূলমন্ত্র হিসেবে গ্রহন করে ব্যক্তি ও জাতীয় জীবনে উন্নতির শিখরে পৌঁছাতে হবে। আগামীর প্রজন্মকে বিজ্ঞানমনস্ক না হলে আমাদের সমৃদ্ধির ধারা ধরে রাখা যাবে না। বিজ্ঞান অলিম্পিয়াড তরুণ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করতে যুগান্তকারী ভূমিকা রাখছে। গত ১৩ জানুয়ারী বিকেলে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির বটেশ্বর ক্যাম্পাসে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আয়োজিত ১৩ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩ এর সিলেট বিভাগের আঞ্চলিক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রফেসর এম হাবিবুর রহমান হলে সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার রিনা পালের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির এপ্লাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. এম নজরুল হক চৌধুরী, পরিচালক ছাত্রকল্যাণ উপদেশ ও নির্দেশনা প্রফেসর চৌধুরী এম মোকাম্মেল ওয়াহিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. গকুল চন্দ্র বিশ্বাস, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বেলাল আহমেদ। এর পূর্বে সকাল ৯ টায় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির বটেশ্বর ক্যাম্পাসে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আয়োজিত ১৩তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩ এর সিলেট বিভাগের আঞ্চলিক উৎসবের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও রেজিস্ট্রার তারেক ইসলাম। মেট্রোপলিটন ইউনিভার্সিটির কেন্দ্রীয় খেলার মাঠে সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার রিনা পালের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক ছাত্রকল্যাণ উপদেশ ও নির্দেশনা প্রফেসর চৌধুরী এম মোকাম্মেল ওয়াহিদ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু মোহাম্মদ নাসের খান। মেট্রোপলিটন ইউনিভার্সিটি টানা ৭ বছর জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড সিলেট অঞ্চলের আয়োজক। হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ২৫০ জন শিক্ষার্থী এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। এর পূর্বে সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাক-বাচাই প্রতিযোগিতার মাধ্যমে আজকের অংশগ্রহনকারীদের নির্বাচন করা হয়। মেট্রোপলিটন ইউনিভার্সিটির সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফোয়াদ আহমেদের নেতৃত্বে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি টিম পুরো সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে আজকের বিভাগীয় আয়োজন নিশ্চিত করেন। সিলেট বিভাগের চার জেলার স্কুল ও কলেজসমূহ থেকে ২শ ৫০ জন প্রতিযোগীর মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শাখায় ১০ জন করে মোট ২০ জন বিজয়ী হন। তাদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সিলেট বিভাগের এই ২০ জন বিজয়ী ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ে অংশগ্রহন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com