শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

জাপান সরকারের ঘোষণা ॥ শহর ছেড়ে গ্রামে গেলেই দেয়া হবে ৮ লাখ টাকা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৫৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ উন্নত জীবনের আশায় গ্রাম ছেড়ে শহরে চলে আসছেন সাধারণ মানুষ। ফলে বয়স্ক মানুষের আধিক্যে ‘বুড়ো’ হয়ে যাচ্ছে গ্রামগুলি। এই সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ নিতে চলেছে জাপানের সরকার। দেশের বড় শহরগুলি ছেড়ে গ্রামাঞ্চলে গিয়ে থাকলে বিপুল আর্থিক সাহায্য দেয়া হবে সরকারের তরফ থেকে। ইতিমধ্যেই একাধিক শহরের কর্পোরেশনকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রত্যেক সন্তানের জন্য দশ লাখ ইয়েনের (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা) বিনিময়ে শহর ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেয়া হচ্ছে কর্মক্ষম দম্পতিদের। কোভিড মহামারীর ধাক্কায় জাপানের জনসংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। মূলত উপার্জনের আশায় টোকিও, ওসাকার মতো বড় শহরে এসে বসবাস শুরু করেছেন সাধারণ মানুষ। অন্যদিকে, গ্রামে পড়ে রয়েছেন বয়স্করা। দেশের উন্নতিতে যথাযথ অবদান রাখতে পারছে না গ্রামগুলি। ভেঙে পড়ছে গ্রামীণ সমাজ ব্যবস্থাও। সবদিক বিবেচনা করেই জাপান সরকারের সিদ্ধান্ত, মানুষকে গ্রামে থাকার জন্য উৎসাহিত করতে হবে। তাই আর্থিক সাহায্যের পাশাপাশি একাধিক সুযোগসুবিধার ব্যবস্থাও করবে জাপান।
জানা গেছে, ইতিমধ্যেই এই প্রকল্পে শামিল হয়েছে দেশের ১৩০০টি পৌরসভা। টোকিওর ২৩টি অঞ্চলে জনঘনত্ব খুবই বেশি, সেখান থেকেই এই প্রকল্পের কাজ শুরু হবে। গ্রামীণ পরিবেশে জীবনযাপন করার কী কী সুবিধা রয়েছে, সেই বিষয়গুলি নানা ভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। কর্মরত দম্পতির সন্তানদের দেখাশোনা করার জন্য চাইল্ডকেয়ার সিস্টেম তৈরি হয়েছে। এমনকি গ্রামেই ‘বিবাহযোগ্য সুপাত্র’ পাওয়া যাবে বলেও প্রচার করছে জাপান সরকার। প্রশাসনের অনুমান, আগামী চার বছরের মধ্যে অন্তত দশ হাজার নাগরিক টোকিও ছেড়ে চলে যাবেন।
তবে এই প্রকল্পের জন্য একাধিক শর্তও আরোপ করেছে জাপানের সরকার। সাময়িকভাবে গ্রামে থাকলে আর্থিক সাহায্য নেয়া যাবে না। নিয়ম অনুযায়ী, গ্রামে গিয়ে কমপক্ষে পাঁচ বছর বসবাস করতেই হবে। গ্রামের মাটিতে নতুন ব্যবসা শুরু করতে হবে পরিবারের একজন সদস্যকে। ব্যবসা না হলেও যেকোনোও কাজে যোগ দিতে হবে পরিবারের সদস্যদের। সম্ভব হলে গ্রামে থেকেও শহরের পুরোন চাকরি বজায় রাখা যাবে। পাঁচ বছরের আগে যদি গ্রাম থেকে শহরে ফিরে আসে কোনও পরিবার, তাহলে আর্থিক সাহায্যের পুরো টাকা ফিরিয়ে দিতে হবে সরকারকে। তবে জাপান প্রশাসনের অনুমান, এই প্রকল্পে যথেষ্ট সাড়া দেবে সাধারণ মানুষ। সূত্র: নিক্কেই এশিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com