স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল এর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে হবিগঞ্জ প্রেসক্লাব। গতকাল সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খানের পরিচালনায় নির্বাহী কমিটির সভায় এ শোক প্রকাশ করা হয়। সভায় পাবেল খান চৌধুরীর মায়ের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।