শনিবার, ১৭ মে ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও ১ জন গ্রেফতার ইন্টারনেট অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে বাহুবলে শিক্ষার্থীদের শপথ মাধবপুরের ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ মালয়েশিয়ায় হবিগঞ্জের যুবকের মৃত্যু ॥ সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে মহিবুর হবিগঞ্জ পৌর এলাকার ৩ ওয়ার্ডে লোডশেডিং ॥ জনদূর্ভোগ চরমে শ্মশানঘাটের পশ্চিমে বাইপাস পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কারাগার থেকে থানায় নিয়ে যাওয়া রিমান্ডের আসামি অসুস্থ নবীগঞ্জে টাকা ছিনতাইকালে জনতার হাতে ২ যুবক আটক ॥ পুলিশে হস্তান্তর করেননি সাবেক কাউন্সিলার!

হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৮ অক্টোবর ॥ নির্বাচনে কার্যকরি কমিটির ২০টি পদে৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে চান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্র ১৩৫৬/৮৮ইং এর নির্বাচনে কার্যকরি কমিটির নির্বাচনে সভাপতি পদে শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মোঃ সজিব আলী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার দুপুরে সংগঠনের হবিগঞ্জ পৌর বাস টার্মিনালস্থ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ সজিব আলী। এ সময় উপস্থিত ছিলেন সহকারি নির্বাচন কমিশনার উমেদ আলী শামীম। এছাড়াও সভাপতি প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরীর মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শাহাব উদ্দিন, হাবিবুর রহমান জিতু, আজিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। মনোনয়নপত্র দাখিল পূর্বে সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ সজিব আলী টার্মিনাল উপস্থিত শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় সকল শ্রমিকদের কাছে দোয়া, আশির্বাদ ভোট কামনা করেন। তবে সভাপতির প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী সাথে কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হচ্ছেন।
আজ মঙ্গলবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। সভাপতি প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রার্থী সজিব আলী ছাড়াও সংগঠনের ২০টি পদে আরো ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনে মোট ৫০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ তথ্য নিশ্চিত করেছেন এর প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রহমান। অন্যান্য মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থী হলেন-সহ-সভাপতি ২টি পদে ৫জন। তারা হলেন-বর্তমান সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, সাইদুর রহমান, মোঃ ইয়াওর মিয়া, শ্রী রতন বর্মন, কাজী মোঃ শামছু মিয়া। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী ও মোঃ দিয়ারিছ মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী মনোনয়পত্র ক্রয় করেছন। তারা হলেন-মোঃ আজিজুর রহমান, মোঃ জুয়েল মিয়া ও মোঃ আলী রনি। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সাহিদ মিয়া ও মোঃ আব্দুল কদ্দুছ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বেলাল মিয়া এবং মোঃ মোজাম্মিল হোসেন। প্রচার সম্পাদক পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-মোঃ ফুল মিয়া, মোঃ আব্দুল হাই, মোঃ ওয়াহিদুর রহমান ও সুমন মিয়া। কোষাধ্যক্ষ পদে মোঃ সেলিম মিয়া, আহমদ চৌধুরী ছায়েদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম রাজু, মোঃ আছাব উদ্দিন, শ্রম কল্যাণ সম্পাদক পদে আব্দুল আউয়াল, মোঃ মর্তুজ আলী। এছাড়াও কার্যকরি কমিটির ৯টি সদস্য পদে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-মোঃ নুরুল আমিন লালন, মোঃ আবুল খায়ের, রেজাউল হাই চৌধুরী, হাজী মোঃ ফরিদ মিয়া, মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ শাহজাহান মিয়া, গোলাপ মিয়া, সাইফুল ইসলাম, মোঃ আবিদুর রহমান-২, মোঃ মোছাব্বির মিয়া, মোঃ কাউসার মিয়া, হাজী মোঃ আব্দুল আউয়াল, মোঃ আব্দুস সালাম মিয়া, মোহাম্মদ আলী, সেলিম আহমদ, আব্দুল ওয়াহিদ, আবুল কালাম আজাদ, মোঃ ফারুক মিয়া, মোঃ আল আমিন মিয়া, মোঃ ফুল মিয়া, মোঃ আবিদুর রহমান-১, মোঃ সিরাজুল ইসলাম, আব্দুল আহাদ, আব্দুল আজিজ ও মোঃ লেচু মিয়া ।
আজ ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আপিল করতে পারবেন। ১৮ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২০ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ এবং ৮ অক্টোবর গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হবে। নির্বাচনের উপর কোন আপত্তি থাকলে ৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আপিল করতে পারবেন প্রার্থীরা। ১০ অক্টোবর দুপুর ১২টা থেকে আপিলের শুনানী অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর বিকেল ৩টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এবার নির্বাচনে সংগঠনের মোট ভোটার ২ হাজার ৩৪৬ জন।
উল্লেখ্য এবার সংগঠনের সভাপতি, সহ-সভাপতি ২টি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক ও কার্যকরি সদস্য ৯টি পদসহ ২০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com