আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার ধনশ্রী গ্রামের রমজান আলী (৩২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হযেছে। ওই গ্রামের আঃ আওয়াল এর বসত ঘরের পার্শ্ববর্তী ধান ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রমজান আলী ওই গ্রামের ছুরুক আলীর পুত্র। ঘটনাটি ঘটেছে ৭ জুন মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে। এ ঘটনায় জড়িত সন্দেহে জুমন, রুমন ও রহিম নামের ৩ ভাইকে পুলিশ আটক করেছে। এরা আঃ আওয়াল এর পুত্র।
সরেজমিনে দেখা যায়, আঃ আওয়াল এর ২টি ঘরে তালা ঝুলছে। পাশের ঘরের আঃ আওয়াল এর ছোট ভাইর স্ত্রী রিনা আক্তার এর সাথে কথা বললে তিনি জানান, রাত ১২টার দিকে তিনি বাহিরে হৈচৈ শুনলেও ভয়ে ঘর থেকে বের হননি।
নিহত রমজান আলীর মা ও নানা সৈয়দ আরজু মিয়া জানান, রাতে তারা কিছুই জানেন নি। সকাল আনুমানিক ৭টার দিকে তারা ঘটনাটি জানতে পেরেছেন। তাদের মধ্যে কোনো পূর্ব শত্রুতা ছিল না। রমজান আলীর বাবা অসুস্থ অবস্থায় বানিয়াচং এ রয়েছেন। কি কারণে হত্যার ঘটনাটি ঘটেছে তা কেউ বলতে পারেন নি। তবে প্রতিবেশীরারা রমজান সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন।
চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে।