বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

বানিয়াচঙ্গের ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭১ জন প্রার্থী ॥ সদস্য পদে লড়ছেন ৫৭৭ জন, সংরক্ষিত পদে ১৮৪ প্রার্থী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৬০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়ন পরিষদের নিবাচন হবে আগামী ২৬ ডিসেম্বর। গতকাল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ৬ এবং সদস্য পদে ১১ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং অফিসারদের তথ্য অনুযায়ী ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। তন্মধ্যে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান খান, স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন, মোঃ নজরুল ইসলাম খান, খায়রুল বাশার, হাফিজুর রহমান, শরীফ উদ্দিন ঠাকুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মোঃ বিলাল মিয়া। এ ইউনিয়নে সদস্য পদে ৪নং ওয়ার্ডের জাহির উদ্দিন জানু প্রার্থীতা প্রত্যাহার করায় ৩৭ জন সদস্যপদে এবং মহিলা সদস্য পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ২নং উত্তর পশ্চিম ইউনিয়নে কোন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার না করায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ হায়দারুজ্জামান খান ধন মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোঃ ওয়ারিশ উদ্দিন খান চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে সদস্য পদে ৪৪ জন এবং মহিলা সদস্য পদে রয়েছেন ১১জন। ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, তন্মধ্যে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আরফান উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুর রহমান, মামুন আহমেদ চৌধুরী, আবু জাফর, মোঃ আবুল কাশেম। এ ইউনিয়নে সদস্য পদে ৩নং ওয়ার্ডেও জয়ধর আলী প্রার্থীতা প্রত্যাহার করায় ৪৩ জন এবং মহিলা সদস্য পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫নং দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪ জন, তন্মধ্যে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ লুৎফর রহমান, স্বতন্ত্র প্রার্থী মঞ্জু কুমার দাশ, শেখ ওমর ফারুক, আজিজুর রহমান, এ ইউনিয়নে সদস্য পদে ৪২ জন এবং মহিলা সদস্য পদে ১৫ জন। ৬নং কাগাপাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪ জন তন্মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মজিদ, স্বতন্ত্র প্রার্থী মোঃ এরশাদ আলী, জামাল উদ্দিন, বোরহান উদ্দিন চৌধুরী রাজু, এ ইউনিয়নে সদস্য পদে ৪১ জন এবং মহিলা সদস্য পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭নং বড়ইউড়ি ইউনিয়নে চেয়ারম্যানপদে শাহজাহান মিয়া প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এ ইউনিয়নে প্রার্থী ৬ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তন্মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফরিদ আহমেদ, স্বতন্ত্র প্রার্থী নুরুল হক, ইয়াওর মিয়া, এনামুল হক সবুর, মোঃ নুরুল ইসলাম, শেখ মোঃ আব্দুল মুকিত, এ ইউনিয়নে সদস্য পদে ৪০ জন এবং মহিলা সদস্য পদে ১৫ জন। ৮নং খাগাউড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪ জন, তন্মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহ শওকত আরোফিন, স্বতন্ত্র প্রার্থী মোঃ কামরুজ্জামান, মোঃ আব্দুল লতিফ (দুলাল), মাসুদ কোরানী মক্কী, এ ইউনিয়নে সদস্য পদে ৩৯ জন এবং মহিলা সদস্য পদে ১৪ জন। ৯নং পুকড়া ইউনিয়নে চেয়ারম্যানপদে আবুল কালাম আজাদ প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এ ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তন্মধ্যে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফেজ মোঃ শামরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুরুল হক, আনোয়ার হোসেন, মোঃ নাছির উদ্দিন, এ ইউনিয়নে সদস্য পদে ১নং ওয়ার্ডেও গিয়াস উদ্দিন প্রার্থীতা প্রত্যাহার করায় ৪৫ জন এবং মহিলা সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, ১০নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তন্মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয় কুমার দাশ, স্বতন্ত্র প্রার্থী মোঃ কাওছার চৌধুরী, এ ইউনিয়নে সদস্য পদে ৬নং ওয়ার্ডেও লালচান দাস প্রার্থীতা প্রত্যাহার করায় ৩৬ জন এবং মহিলা সদস্য পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১নং মক্রমপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মহসিন হোসেন, ছাদেকুর রহমান চৌধুরী ও মাসুদুল করীম প্রার্থীতা প্রত্যাহার করায় ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তন্মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আহাদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোঃ আজমান মিয়া, মোঃ আব্দুল হান্নান, মোঃ আল আমিন চৌধুরী, মোঃ তাহির মিয়া, মোঃ ইয়াহিয়া চৌধুরী, এ ইউনিয়নে সদস্য পদে ৮নং ওয়ার্ডে মামুন চৌধুরী প্রার্থীতা প্রত্যাহার করায় ৫২ জন এবং মহিলা সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২নং সুজাতপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তন্মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল কুদ্দুছ, স্বতন্ত্র প্রার্থী মোঃ হেলাল মিয়া, ফরিদুর রহমান ফরিদ, মোঃ বাছির মিয়া, মোঃ সাদিকুর রহমান, মোঃ এনাম খান চৌধুরী, মলু মিয়া তালুকদার, এ ইউনিয়নে সদস্য পদে ৫নং ওয়ার্ডেও অমিত কুমার চৌধুরী প্রার্থীতা প্রত্যাহার করায় ৩২ জন এবং মহিলা সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩নং মন্দরী ইউনিয়নে চেয়ারম্যানপদে আব্দুর রব প্রার্থীতা প্রত্যাহার করায় প্রার্থী ৪ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, তন্মধ্যে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ শামছুল হক, স্বতন্ত্র প্রার্থী নুর মিয়া, মোঃ আব্দুল হাকিম, মোঃ নুরুল হুদা, এ ইউনিয়নে সদস্য পদে ৪৮ জন এবং মহিলা সদস্য পদে ১৫ জন। ১৪নং মুরাদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৮ জন প্রর্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন, তন্মধ্যে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সুহেল চৌধুরী, হোসাইন আহমেদ রানা, নুরুল আমীন চৌধুরী, জালাল উদ্দিন আহমেদ, মোঃ রফিকুল ইসলাম (পাশা), মোঃ হাফিজ উদ্দিন (আফাই), সাইফুর রহমান তালুকদার, এ ইউনিয়নে সদস্য পদে ৬নং ওয়ার্ডেও প্রনব চক্রবর্তী, কুতুব উদ্দিন ও ৯নং ওয়ার্ডের জালাল উদ্দিন প্রার্থীতা প্রত্যাহার করায় ৩৮ জন এবং মহিলা সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তন্মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ ফজলুর রহমান খান, স্বতন্ত্র প্রার্থী মোঃ আনিসুর রহমান তালুকদার, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মোঃ ছিবু মিয়া, মোহাম্মদ শাহজাহান মিয়া, মোঃ জয়নাল আবেদীন তালুকদার, এ ইউনিয়নে সদস্য পদে ৩নং ওয়ার্ডেও ছাদেকুর রহমান প্রার্থীতা প্রত্যাহার করায় ৩৯ জন এবং মহিলা সদস্য পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মধ্যে আগামীকাল ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com