স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে প্রধান সড়কজুড়ে বালু রাখায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করেন। দন্ডিত ব্যক্তি শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা কাজী মহিউদ্দিন (৬৫)। এ সময় ভোর ৬টার মধ্যে তাকে বালু সরিয়ে নিতে বলা হয়। অন্যথায় রাস্তা বন্ধ করে যানবাহন চলাচলে বিঘœ করার অপরাধে তাকে সাজা দেয়া হবে বলে জানানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। তিনি জানান, রাস্তায় বালু রেখে যানবাহন ও মানুষের চলাচলে বিঘœ সৃষ্টি করার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সকাল ৬টার মধ্যে বালু সরিয়ে না নিলে তাকে কারাদন্ড দেয়া হবে বলে জানানো হয়েছে। কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু জানান, কাজী মহিউদ্দিন রাজনগর মসজিদ সংলগ্ন প্রধান সড়কের পাশে একটি ঘর নির্মাণ করছেন। তিনি ঘরটি নির্মাণ করার জন্য বালু এনে প্রধান সড়কে ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে যানবাহন চলাচলতো দূরের কথা মানুষের পায়ে হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়েছে। এ অবস্থায় সাধারণ মানুষের মধ্যে মারাত্মক ক্ষোভ দেখা দিয়েছে। তিনি বলেন, অথচ তিনি যে জায়গায় ঘর নির্মাণ করছেন তার পেছনে বেশ খালি জায়গা রয়েছে। তবুও তিনি এ বালু রাস্তার উপর ফেলেছেন।