রবিবার, ১৮ মে ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে শালিসে প্রতিপক্ষের সর্দারকে মারধর ॥ শালিস পন্ড শহরে স্বর্ণ ও টাকা আত্মসাতের অভিযোগে আপন ভাই-মামার বিরুদ্ধে মামলা দায়ের শহরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম হবিগঞ্জে অ্যাড্ডা কুকিং ইনস্টিটিউটের প্রফেশনাল শেফ কোর্সের সনদ বিতরণ হবিগঞ্জের মউশিক’র মানববন্ধন বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনা সভায় বক্তারা ॥ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি তেলিয়াপাড়ায় সাংবাদিকের উপর হামলা ॥ যুবক গ্রেপ্তার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক

১৪৩টি শহীদ মিনার নির্মাণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় একযোগে ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন উদ্বোধন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মিনারগুলোর উদ্বোধন করেন তিনি।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও ভাষা সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ করতে এমপি আবু জাহির তার নির্বাচনী এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। এ ব্যাপারে তিনি অনেক প্রতিষ্ঠানকে নিজে অনুদান প্রদান করেন। তার আহবানে সারা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা বিভাগ, ইউনিয়ন পরিষদ ও ব্যাক্তি উদ্যোগেও অনেকে এগিয়ে আসেন। ফলে অল্প সময়ের মাঝেই হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ হয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ১১৫টি এবং শায়েস্তাগঞ্জ উপজেলার ২৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্যদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেড় হাজার শিক্ষক ও পরিচালনা পর্যদের নেতৃবৃন্দের মিলন মেলায় পরিণত হয় এই অনুষ্ঠান। একই অনুষ্ঠানে ১১০ জন অবসরগ্রহণকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনাপ্রাপ্তদেরকে ক্রেস্ট, মানতপত্র ও ধর্মীয় গ্রন্থ উপহার দেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক। হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হাসান রুবেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং পরিচালনা করবেন হবিগঞ্জ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ ও সিনিয়র সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মর্তুজা ইমতিয়াজ, আটগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন চৌধুরী, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম, সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদা বেগম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জাহিদ উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষে মোঃ আক্তার হোসেন ও হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com