শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

কর্মকর্তা-কর্মচারী শুন্য নবীগঞ্জ পৌরসভায় নাগরিক সেবা চরম ব্যাহত

  • আপডেট টাইম শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৭১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশের পৌরসভা এসোসিয়েশন কর্মকর্তা কর্মচারীরা লাগাতার আন্দোলনের অংশ হিসাবে গত ১৪ জুলাই থেকে নবীগঞ্জ পৌরসভায় রয়েছে কর্মকর্তা-কর্মচারী শুন্য। ব্যাহত হচ্ছে পৌরসেবা। বিপাকে পড়েছে পৌরবাসী। জানা যায়, রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌর সম্মানী ভাতা এবং পৌর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন দাবিতে দেশব্যাপী এই আন্দোলনের অংশ হিসাবে নবীগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরাও একাত্মতা ঘোষণা করে এখন ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এদিকে, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের এ কর্মবিরতির কারনে পৌরবাসীর দুর্ভোগ শুরু হয়েছে। তাদের প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে। ময়লা আবর্জনাও অপসারণ করা হচ্ছে না। কয়েক দিনে নবীগঞ্জ শহরের পরিবেশ দুর্বিষহ অবস্থায় পৌছে গেছে। পৌরসভায় সরজমিনে দেখা গেছে, পৌর এলাকার ছাত্র-ছাত্রীরা নাগরিক সনদ ও ভোটার তালিকা হালনাগাদ করণসহ জন্ম নিবন্ধন নিতে এসে চরম দূর্ভোগে পড়েছে।
অপর দিকে হজযাত্রীরা নাগরিক সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র উঠাতে এসে লোকজনকে না পেয়ে ঘুরে যেতে দেখা যায়। পৌর সভায় কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। সকল নাগরিক সেবা বন্ধ। এমনকি ময়লা আর্বজনা অপসারণও বন্ধ রাখা হয়েছে। শহরের সড়ক বাতি বন্ধ থাকায় রাতে যেন ভুতুরে নগরীতে পরিণত হয় প্রতিনিয়ত। পাড়ায় পাড়ায় অন্ধকার ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। বাড়ছে ছিচকে চোরের উপদ্রুব।
এ ব্যাপারে মুঠোফোনে নবীগঞ্জ পৌরসভা এসোসিয়েশন সভাপতি উপসহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায় করে ঘরে ফিরবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত পৌরসভার সকল কার্যক্রম বন্ধ থাকবে। এমনকি চলতি ভিজিএফ চাল বিতরণে কোন সহযোগিতা করবে না কর্মকর্তা-কর্মচারীরা। পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার জানান, তাদের এই আন্দোলন মৌলিক অধিকার প্রতিষ্টিত করার। তাদের দাবী না মানা পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবেন না বলেও দাবী করেন।
পৌর প্যানেল মেয়র এটিএম সালাম জানান, গত ১৪ জুলাই থেকে সরকারী কোষাগার থেকে বেতনভাতার দাবিতে কর্মচারীরা আন্দোলন করায় পৌর সভার কাজ মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। তারা প্রতিদিন পৌর ভবনে এসে বসে থেকে অলস সময় কাটাচ্ছেন। আর সেবা নিতে আসা জনগণকে বুঝিয়ে ফিরিয়ে দিচ্ছেন।
তিনি আরও জানান, জনগণকে সময়মতো সেবা দিতে না পারায় তাদের এলাকায় গ্রহণযোগ্যতা হারাচ্ছে। অনেক জনগণ প্রয়োজনীয় কাজ করতে না পারায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ ব্যাপারে তিনি সরকারকে তড়িৎ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com