শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

হবিগঞ্জ প্রেসক্লাবে আইএফআইসি ব্যাংকের ৫ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর

  • আপডেট টাইম শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আইএফআইসি ব্যাংক লিঃ এর পরিচালক, ঢাকাস্থ সিলেটবাসীর বৃহত্তর সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি, হবিগঞ্জের কৃতি সন্তান জালাল আহমেদ বলেছেন, প্রথম প্রজন্মের ব্যাংক হিসেবে সমাজের উন্নয়নে কাজ করছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও বিশেষ অবদান রাখছে ব্যাংকটি। দুঃস্থ অসহায়দের সহায়তাসহ খেলাধুলা ও নানা কল্যাণমূলক কর্মকান্ডে অনুদান দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আইএফআইসি ব্যাংক। বর্তমান সময়ে মফস্বল সাংবাদিকতা অনেক কঠিন হয়ে উঠেছে। চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের কাজ করতে হয়। আপোষ করে চললে নিজেকে নিরাপদ রাখা গেলেও আত্মসম্মান নিয়ে চলতে পারা যায় না। গণতন্ত্র ও সংবাদপত্র একে অপরের পরিপূরক। সংবাদপত্র না থাকলে সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র কল্পনা করা যায় না।
গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাবের কল্যাণ তহবিলে আইএফআইসি ব্যাংক লিঃ এর ৫ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংক লিঃ এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকার ফেডারেশন শাখার ম্যানেজার হেলাল আহমেদ। বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি যথাক্রমে শামীম আহছান, মোহাম্মদ শাবান মিয়া, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, প্রেসক্লাবের সহযোগী সদস্য বাদল কুমার রায়, সৈয়দ কামরুল হাসান, আইএফআইসি ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক জাহিদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক আব্দুল কাইয়ূম চৌধুরী শাহীন। উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, টিপু চৌধুরী, নূরুজ্জামান ভূইয়া মামুন, এমএ হালিম, মোঃ ছানু মিয়া, জিয়া উদ্দিন দুলাল, মোহাম্মদ নুর উদ্দিন, মোঃ নুরুল হক কবির, মুজিবুর রহমান, আশরাফুল ইসলাম কহিনুর, ফয়সল চৌধুরী, দিদার এলাহী সাজু, সিরাজুল ইসলাম জীবন, শাহ আলম, রহমত আলী, সহিবুর রহমান, সাইফুর রহমান তারেক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রউফ সেলিম। শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে আইএফআইসি ব্যাংক লিঃ এর পক্ষ থেকে প্রেসক্লাবের কল্যাণ তহবিলে প্রদত্ত ৫ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com