শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

ইনাতগঞ্জের গৃহবধূ সুজনা খুনের ক্লু-উদঘাটন ॥ অন্য যুবকের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে সন্দেহে প্রেমিকাকে হত্যা করেছে প্রেমিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
  • ৫৬৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জে গৃহবধূ সুজনা বেগম খুনের ক্লু উদঘাটন করেছে পুলিশ। অন্য ছেলের সাথেও প্রেমিকা গৃহবধূ সুজনার পরকিয়া প্রেমের সম্পর্ক রয়েছে এমন সন্দেহে তাকে হত্যা করেছে ঘাতক প্রেমিক শাহিন। পুলিশের হাতে গ্রেফতারের পর শাহীন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। হত্যাকান্ডটি সে নিজে একাই করেছে বলে পুলিশকে জানিয়েছে। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের প্রায় দেড় মাসের মাথায় এবং নিহত সুজনা বেগমের কংকাল উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় মূল ঘাতক শাহিনকে। গত রবিবার তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। এ ব্যাপারে গত রোববার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে নবীগঞ্জ থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জের কক্ষে এ প্রেস ব্রিফিং-এ সিনিয়র সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল) সার্কেল পারভেজ আলম চৌধুরী জানান, ইনাতগঞ্জ ইউনিয়নের বক্তারপুর গ্রামের তোলাফর উল্লার মেয়ে সুজনা বেগম চলতি বছরের ৩১ অক্টোবর সন্ধা ৫টা ৪০ মিনিটে তার খালার বাড়ী সৈয়দপুর দাওয়াতে যাবার পথে নিখোঁজ হয়। নিখোঁজের পর আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে নিখোঁজের ৪ দিন পর অর্থাৎ ৪ নভেম্বর নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন নিখোঁজের পিতা। এরপর থেকেই বিভিন্ন ভাবে তৎপরতা চালায় পুলিশ। গত শনিবার বিকেলে ইনাতগঞ্জ ইউনিয়নের কৈখাইড় গ্রামের ইলিমপুর হাওরে ধান কাটতে গিয়ে একটি কংকাল দেখতে পায় ধান কাটার শ্রমিক। এ সংবাদটি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল) সার্কেল পারভেজ আলম চৌধুরী, থানার ওসি তদন্ত গোলাম দস্তগীর আহমেদ, ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুউদ্দিন খাঁন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাথার খুলি, হাড়, চুল, ওড়না ও সেলোয়ার কামিজসহ পরনের কাপড় উদ্ধার করেন। এ সময় সুজনার পিতা তোলাফর উল্লাহসহ পরিবারের লোকজন ওড়না ও সেলোয়ার কামিজ দেখে হাড়গুলো সুজনার বলে সনাক্ত করেন। সন্ধ্যায় একদল পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে কৈখাইড় গ্রামের মৃত আব্দুল মতিন এর পুত্র সাহিন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।
প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল) সার্কেল পারভেজ আলম চৌধুরী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাহিনের স্বীকারোক্তির বরাত দিয়ে সাংবাদিকদের জানান, সুজনার সাথে সাহিন মিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। এ অবস্থায় সুজানা বেগমের অন্যত্র এক সৌদি প্রবাসীর সাথে বিয়ে হয়। তাদের ৪ বছরের এক মেয়ে রয়েছে। প্রেমিক সাহিনও বিয়ে করেছেন। তারও রয়েছে দুই সন্তান। কিন্তু সুজনার স্বামী প্রবাসে অবস্থান করায় থেমে থাকেনি তাদের প্রেমের সম্পর্ক। বিয়ের পরও গভীরভাবে দু’জনের মধ্যে পরকিয়া প্রেমের সম্পর্ক চলছিলো। প্রায় সময়ই সাহিন প্রেমিকা সুজনাকে আর্থিক সহায়তা করতো। কিন্তু সুজনা বেগমের অন্য ছেলের সাথেও পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল যা নিয়ে সন্দেহ করতো অপর পরকিয়া প্রেমিক সাহিন। এ ঘটনাকে কোনভাবেই মেনে নিতে পারছিলনা সাহিন। ঘটনার দিন অর্থাৎ ৩১ অক্টোবর সুজনা তার খালার বাড়ি বেড়াতে যাওয়ার সময় সন্ধায় প্রেমিক সাহিনকে ফোন দেয়। তার মেয়ের নাকে দাগা দেবে এ জন্য সাহিনের কাছে ৪ হাজার টাকা চায় সুজনা। এ কথা বলার পর সাহিন সুজনার বাবার কাছে ৪ হাজার টাকা দেয়। রাত ৮ টার সময় সাহিন সুজনাকে ফোন দিয়ে জানতে চায় সে কোথায় আছে। জবাবে সুজনা জানায় সে তার খালার বাসায় সৈয়দপুর গ্রামে আছে। এর আধা ঘন্টা পর আবার ফোন দিলে গাড়ীর আওয়াজ শুনতে পায় সাহিন। গাড়ী দিয়ে কোথায় যাচ্ছো ? সাহিনের এমন প্রশ্নের জবাবে সুজনা বলে সে পাশের গ্রাম ফরিদপুরে যাচ্ছে তার সাথে এক ছেলে রয়েছে। এরপর থেকে সাহিনের সন্দেহ আরো ঘনিভূত হয়। এ সময় সাহিন সুজনাকে বলে তার সাথে দেখা করতে। এরই প্রেক্ষিতে ওইদিন রাত ১০ টার দিকে দ’ুজনের দেখা হয়। পরকিয়া প্রেমিক-প্রেমিকার কথা কাটাকাটির একপর্যায়ে সাহিন সুজনার নাকে ও গালে ২/৩ টি থাপ্পর মারে। থাপ্পরের সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পরে যায় সুজনা। এতে ভয় পেয়ে যায় সাহিন। সে তার বাড়ির পুকুর ঘাটে নিয়ে পানি এনে নাকে মূখে ও মাথায় দিলেও জ্ঞান ফিরেনি সুজনার। প্রায় আধা ঘন্টা চেষ্টা করেও জ্ঞান ফেরাতে পারেনি সুজনার। মৃত্যু নিশ্চিত ভেবে সে সুজনাকে কাদে করে নিয়ে পার্শ্ববতী ধান ক্ষেতের মধ্যে ফেলে কাদা মাটি দিয়ে ঢেকে দেয়। হত্যাকান্ড সে একাই করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com