শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

সরকার নির্বাচনের পূর্বে তাদের দেয়া কোনো ওয়াদা পূরণ করেনি- মেয়র জি কে গউছ

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০১৩
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রবল বৃষ্টিও মানুষের ঢল থামাতে পারেনি। শতশত মানুষের গন্তব্য লাখাই উপজেলার স্বজন গ্রামের টাউনশিপ। উঠান বৈঠকের কথা থাকলেও স্বতস্ফুর্তভাবে সাধারণ মানুষের অংশ গ্রহণে তা জনসভায় পরিণত হয়। লাখাই উপজেলার চিকনপুর ব্রিজের কাছ থেকে ইঞ্জিন নৌকার বহর মুহুরমুহু শ্লোগান সহকারে সভাস্থলে নিয়ে যাওয়া হয় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছকে। প্রত্যেক নৌকায় লাগানো হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক জিয়া ও আলহাজ্ব জিকে গউছের ছবি সম্বলিত ডিজিটাল ব্যানার।
লাখাই সদর ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ও লাখাই থানা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ আহমদ রূপমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জি কে গউছ বলেন, বর্তমান সরকার নির্বাচনের পূর্বে তাদের দেয়া কোনো ওয়াদা পূরণ করেনি। ঘরে ঘরে চাকুরী দেয়নি, বিনা মূল্যে সার দেয়নি, মানুষের জানমালের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ, দুর্নীতিতে নিমজ্জিত সরকার দেশে বিদেশে সমালোচিত, আগামী নির্বাচনে জনগনের কাছে ভোট চাওয়ার মতো কোনো কাজ করেনি বর্তমান সরকার। তাই নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামীলীগ নির্বাচনে অংশ গ্রহণ করতে ভয় পায়। আওয়ামীলীগ নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই নিজেদের অধীনে নির্বাচন করার পায়তারা করছে। সরকার একগুয়েমী আচরণ করছে, দেশের বিশিষ্ট জনের কথা সরকার শুনছেনা, বুদ্ধিজীবীদের কথা শুনছে না, বিদেশী কুটনীতিকদের কথায় কর্ণপাত করছে না, এমনকি জাতিসংঘ মহাসচিবের গ্রহণ যোগ্য নির্বাচনের তাগিদের কথাও শুনছেনা, আওয়ামীলীগ সরকার জাতির সাথে একগুয়েমী আচরণ করছে। সরকারের একগুয়েমী আচরণ দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে।
জি কে গউছ বলেন, সরকার বিরোধী উঠান বৈঠক যখন উঠান বৈঠক না থেকে প্রতিবাদী জনসভা হয়ে যায়, তখন সরকারের বোঝা উচিত, তাদের দিন শেষ হয়ে যাচ্ছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দেয়ার কোনো সুযোগ নেই। জনগন জেগে গেছে, কোনো টালবাহানাই কাজে আসবে না। জনগনের শক্তি আজ আওয়ামীলীগের বিপক্ষে, মিথ্যা উন্নয়নের ফিরিস্তি সাধারণ মানুষ আর বিশ্বাস করে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লাখাই উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান এসআর তালুকদার শাহনুর, জেলা বিএনপির উপদেষ্টা মীর আব্দুল আওয়াল, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, মর্তুজ আহমদ রিপন, জেলা ছাত্র দলের আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, বুলবুল চৌধুরী, শাহ আলম গোলাপ, আমিনুল্লাহ বাহার, শাহ আলম চৌধুরী মিন্টু, আবুল কালাম আজাদ টিপু, মাহফুজুর চৌধুরী, তাউছ আহমদ, মাহমুদুল হাসান, বশির আহমেদ চৌধুরী, ফিরোজ মিয়া, জুলহাস মিয়া, নুরুল ইসলাম, আব্দুল হাই, জিল্লুর রহমান, হাফিজুল ইসলাম, রফিকুল ইসলাম, কালা মিয়া, ইব্রাহিম, জিয়াউর রহমান, রিপন আহমদ, ইয়াহিয়া, রইছ মিয়া, নেসার আহমদ, জসিম মিয়া, তোফাজ্জাল হক, রায়হান উ্িদ্দন, গিয়াস উদ্দিন, নিয়ামত আলী, কাজল মিয়া, মইনুল ইসলাম, অলিউর রহমান, আজিজুল হক, স্বপন, আশিকুল ইসলাম, ফারুক মিয়া, রোকন, সাইফুল ইসলাম, আব্দুর রউফ, বাচ্চু মিয়া, আলমগীর হোসেন প্রমূখ।
জনসভায় বিষু দাস, শুধাংশু দাস, ধীরেন্দ্র দাস, পুষ্প দাস, নন্দ লাল দাস, সুভাষ দাস, দুর্গাচরণ দাস, বিশ্ব দাস, জপু দাস, নিতাই দাস, জগেন্দ্র দাস, রুন্ঠলাল দাস, হরি চন্দ্র দাস, জয়কুমার দাস, প্রহাদ দাস, প্রনোদ দাস, মোহন লাল দাস, বৈদ্যনাথ দাসসহ শতাধিক নেতাকর্মী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি পূর্ন বিশ্বাস রেখে আলহাজ্ব জি কে গউছের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com