শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

নবীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত ॥ রোহিঙ্গা স্মরনার্থিদের নামে কোন চাঁদা তোলা যাবে না

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গত সকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস,এম আতাউর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম.এ আহমদ আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যানবৃন্দের মধ্যে ইজাজুর রহমান, ইমদাদুর রহমান মুকুল, এড. জাবিদ আলী, আশিক মিয়া, ছাইমুদ্দিন, আবু সিদ্দিক, বজলুর রশিদ, সত্যজিত দাশ, জাবেদুল আলম চৌধুরী সাজু, প্যানেল চেয়ারম্যান ছাদিক মিয়া, সাইদুর রহমান, ফারছু মিয়া, উপজেলা জাপা আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, শ্রমিক নেতা ইয়াওর মিয়া, ভারপ্রাপ্ত টিএইচও ইফতেখার হোসেন, নির্বাচন অফিসার আশরাফ উদ্দিন, আনসার বিডিপি অফিসার আব্দুল আউয়াল, পল্লী বিদ্যুত ডিজিএম আব্দুল বারী প্রমুখ। সভায় নবীগঞ্জ উপজেলা সদরে যানজট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত করার ঘোষণা দেয়া হয়। নবীগঞ্জ শহর সহ বিভিন্ন স্থানে মাদকের উৎপাত বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়। রাতে নবীগঞ্জ শহরে অনেক এলাকা মাদকসেবীদের দখলে থাকে বলে জানানো হয়। আউশকান্দি ইউপির ভূমিহীন রহিমা মেম্বারের জমি আগামী এক সপ্তাহের মধ্যে দখল বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। বিভিন্ন পূজামন্ডপে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করার আহবান জানানো হয়। সভায় সভাপতি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার জানান রোহিঙ্গাদের সাহায্যের নামে কোন ব্যক্তি বা সংগঠন তহবিল সংগ্রহ করা যাবে না। সরকারের উচ্চ মহলের নির্দেশ রয়েছে রোহিঙ্গার নামে কোন চাঁদা তোলা যাবে না। কেউ সাহায্য করতে হলে সরাসরি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অথবা কক্সবাজার জেলা প্রশাসকের কাছে সরাসরি সাহায্য প্রদান করতে পারবেন। অন্যথায় চাঁদাগ্রহণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
এছাড়া শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাতে প্রতিটি মন্ডপে ও বিভিন্ন সড়কে পুলিশ টহল জোরদার, নাশকতারোধে প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com