বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হুরগাও গ্রামে হারুন হত্যাকাণ্ড ॥ ৭ জনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন গ্রিসে প্রবেশের সময় সীমান্তে নবীগঞ্জের এক যুবকের মৃত্যু নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় সিলেটের আদালতে ৩ জনের মৃত্যুদণ্ড জেলা পরিষদ চেয়ারম্যানকে লাখাই সরকারি কলেজের ফুলেল শুভেচ্ছা মহাসড়কের বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ॥ আহত ১০ বানিয়াচঙ্গে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ॥ বাবার মত মানুষের সেবা করে যেতে চাই-এমপি রুয়েল গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসবে বাঙালি সাজে বিদেশিরা লাখাইয়ে ইয়াবা ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মাধবপুরে সালিসে অপমান বিষপানে যুবতীর মৃত্যু ॥ আত্মহত্যার প্ররোচনায় মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
  • ৪৯৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সামাজিক সালিস বৈঠকে অপমানিত হয়ে বিষপানে আত্মহত্যা করেছে শরিফা বেগম নামে এক যুবতি। আত্মহননকারী যুবতি উপজেলার সুলতানপুর গ্রামের আমির আলীর মেয়ে। এ ব্যাপারে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন যুবতির ভাই জসিম উদ্দিন।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার সুলতানপুর গ্রামের আমির আলীর মেয়ে শরিফা বেগমের সঙ্গে একই গ্রামের আবিদ আলীর ছেলে জুনাইদ মিয়ার ৪ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি বিয়ের জন্য জুনাইদকে শরিফা বেগম চাপ দেয়। কিন্তু জুনাইদ বিয়ে করতে অস্বীকার করে। এ নিয়ে গত ২২ জুলাই সালিস বৈঠকে জুনাইদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাতে শরিফা রাজি না হলে জুনাইদ ও তার লোকজন তাকে গালমন্দ এবং তাকে মরে যাওয়ার জন্য প্ররোচিত করে। এ অপমান সইতে না পেরে গত ২৪ জুলাই গভীর রাতে শরিফা বিষপান করে। বিষাক্রান্ত অবস্থায় পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় ২৬ জুলাই রাতে শরিফা মারা যায়। এ ঘটনায় শরিফার ভাই জসিম উদ্দিন বাদি হয়ে একই গ্রামের আবেদ আলীর ছেলে জুনাইদকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় ৩০৬ ধারায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com