শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

শতভাগ বিদ্যুতায়নের আওতায় সদরের ব্রাহ্মণডুরা ইউনিয়ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিকটবর্তী অবস্থানে থাকা সত্ত্বেও ধীর্ঘদিন ধরে বিদ্যুতের আলো থেকে বঞ্চিত ছিলো নবগঠিত ব্রাহ্মণডুরা ইউনিয়নের জনগণ। ৬ গ্রামের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবির দিকে ফিরেও থাকাননি কোন জনপ্রতিনিধি। অবশেষে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির-এর ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যুতের আলো পেলো কয়েক হাজার মানুষ। পাশাপাশি ব্রাহ্মণডুরা ইউনিয়ন আসলো শতভাগ বিদ্যুতের আওতায়। এ বিদ্যুতের আলো পেয়ে আজ তারা উল্লাসিত।
গতকাল বুধবার বিকালে এডভোকেট মোঃ আবু জাহির এমপি ওই ছয় গ্রামে বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে গ্রামবাসী আয়োজন করে এক জনসভার। এতে বিদ্যুৎ পাওয়া ৬টি গ্রামের মানুষ স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন এবং আবু জাহির এমপি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামীতে পাশে থাকার অঙ্গীকার প্রদান করেন।
এ সময় এমপি আবু জাহির বলেন, আমি নির্বাচিত হওয়ার পর হবিগঞ্জ-লাখাইয়ের প্রায় প্রতিটি গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছি। যে গ্রামগুলোতে বিদ্যুতের আলো পৌঁছেনি কিছুদিনের মধ্যেই সংযোগ দেওয়া হবে ইনশাল্লাহ।
বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মুকিদ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোঃ আদিল জজ মিয়া।
উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, নূরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মখলিছুর রহমান মখলিছ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সেবুল মিয়া, রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সদর থানার ওসি নাজিম উদ্দিন, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব ইছাক আলী সেবন, ব্রাহ্মণডুরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব বদরুল আলম দীপন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ব্রাহ্মণডুরা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মাহবুবুর রহমান দিলু।
উল্লেখ্য, ব্রাহ্মণডুরা ইউনিয়নের ব্রাহ্মণডুরা, উলুহর, কেশবপুর, বিশাউড়া, জাঙ্গাল ও পুটিয়া গ্রামে ১০ কিলোমিটার লাইন স্থাপনের মাধ্যমে, ৪শ’টি পরিবারে এ বিদ্যুৎ সংযোগ প্রদান করে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com