শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

নবীগঞ্জে ১৮ দলীয় জোটের শান্তিপূর্ণভাবে হরতাল পালিত

  • আপডেট টাইম রবিবার, ৫ জানুয়ারী, ২০১৪
  • ৩৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জের সর্বত্র শান্তিপূর্ণ ভাবে ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিন পালন করেছে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ১৮ দল। গতকাল শনিবার হরতাল চলাকালে শহরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পিকেটিং করে হরতাল সর্মথকরা। এ সময় দূর পাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। শহরে আইনশৃংখলা বাহিনী ছিল সর্তক অবস্থানে। দুপুরের দিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি বলেন, ৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনের সামন থেকে অনতিবিলম্বে পুলিশি ব্যারিকেড প্রত্যাহার এবং গ্রেফতারকৃত রাজবন্দিদের মুক্তি দাবী করেন শেখ সুজাত। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামায়াতের আমীর মাওঃ আশরাফ আলী, নায়েবে আমীর আব্দুল মুকিত পাঠান, বিএনপি নেতা রসময় শীল, আহমদ ঠাকুর রানা, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, যুগ্ম আহ্বায়ক আব্দুস শহীদ, যুবদলের প্রচার সম্পাদক পিন্টু পুরকায়স্থ, ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু, কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান, যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, দুলাল মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিতু মিয়া সেন্টু, এনাম আহমদ, ফজলুল হক, তাতী দলের জাহির মোল্লা, যুবনেতা মাওঃ রোমন আহমদ, হুমায়ুন কবির, ছাত্রনেতা জাকির চৌধুরী, শেখ শিপন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com