শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ দেবের ৯৬তম বিশ্ব শান্তি উৎসব ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪
  • ৬৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুঃখ দুর্দশা গ্রস্থ জীবের তমসাবৃত্ত চিত্তগুহায় যিনি অধ্যাত্বিক জ্ঞানের আলো জেলে জীবনকে দিবালোকে নিয়ে আসেন সেই আলোর দিশারী বিশ্বশান্তি প্রচারক পরম পূরুষ ত্রিকালদর্শী শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দদেব কর্তৃক প্রবর্তিত ৯৬তম বিশ্বশান্তি উৎসব উপলক্ষে ২৪ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়। লাখাই উপজেলার বামৈ অমৃত মন্দির আশ্রম কমিটি কর্তৃক আয়োজিত মহানাম যজ্ঞ ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় গীতাপাঠের মাধ্যমে শুরু হয়ে ১৯ ডিসেম্বর শুক্রবার ভোর রাত্রে সমাপ্ত হয়। শুক্রবার বিকেল ৩টায় আশ্রম প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশ্রম অধ্যক্ষ শংকর চৈতন্য ব্রহ্মচারীর সভাপতিত্বে এবং পিন্টু চন্দ্র শীলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শওকত আলী, বামৈ ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম, মুড়াকড়ি ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী। এতে বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক আশীষ রায়, প্রফেসর সমরজিৎ চক্রবর্তী, সূরজিৎ চক্রবর্তী, পূজা কমিটির সভাপতি অমিত ভট্টাচার্য্য, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব কমিটির সভাপতি সত্য রঞ্জন আচার্য্য, সাধারণ সম্পাদক শিমুল দেব, নিবারন সূত্রধর, সাধন দাশ প্রমুখ।
প্রধান অতিথি বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এখানে সকল ধর্মের মানুষ সমঅধিকার নিয়ে বসবাস করে। এদেশে প্রত্যেকে নিজ নিজ ধর্ম সুন্দর ভাবে পালন করতে পারে। আওয়ামীলীগ সরকারের আমলে মানুষ সুন্দর ভাবে শান্তিতে বসবাস করতে পারে। এক সময় লাখাই উপজেলার সাথে অবহেলিত শব্দটি জড়িত ছিল, র্দীঘ ৬ বছর কাজ করে লাখাইর প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ, শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি। লাখাই উপজেলা এখন আর অবহেলিত নয়। পরে তিনি মন্দিরের ভবন নির্মানের জন্য ৪ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com