শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

বানিয়াচঙ্গে জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ৩ নভেম্বর, ২০১৩
  • ৩৮১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ ৪২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বানিয়াচং উপজেলায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে সমবায়ীদের র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি মিলনায়তনে স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইএএল এর প্রজেক্ট ম্যানেজার এস.এ শামসুদ্দিন। বক্তৃতা করেন অর্থ মন্ত্রণালয়ের কনসালটেন্ট মুস্তাক আহমেদ, পেট্টোবাংলার সহকারী ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, শিক্ষক বাবুল চন্দ্র তালুকদার, ইউ.পি মেম্বার ইস্রাব আলী, মেম্বার ময়না মিয়া, সানক্রেড ফাউন্ডেশনের ফিল্ড ফ্যাসিলিটেটর কলিম উদ্দিন ফকির, ইউনিকেয়ার এনজিও চেয়ারপার্সন কামরুল হাসান কাজল, বেন কো-অর্ডিনেটর আনছার আলী, স্বাস্থ্য পরিদর্শক এম.আজাদুল ইসলাম, মা-মনি’র এফএফ শারমিন আক্তার প্রমুখ। সভা শেষে ৫শতাধিক মহিলা সমবায়ীদের এক বর্ণাঢ্য র‌্যালী বানিয়াচং সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভার পূর্বে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন যথাক্রমে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও ফাউন্ডেশনের পিএম এস.এ শামসুদ্দিন। একই দিন সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় বিভাগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস,এম মুনীর উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যন সমিতির সভাপতি ও বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক (বেন) এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিআরডিবি’র কর্মকর্তা নাজমুল হক, পিআইও মেহেদী হাসান টিটু, মৎস্য কর্মকর্তা রমনীমোহন পাল। জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় “সমবায়ে সামাজিক নিরাপত্তা” শীর্ষক আলোচনা সভার প্রারম্ভে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গিতা পাঠ শেষে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সুভাষ চন্দ্র দাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চাঁনপাড়া মহিলা বহুমূখী সমবায় সমিতির সভানেত্রী মনোয়ারা বেগম, সামসুল হক, খালেদ আহমদ চৌধুরী প্রমুখ। সভাশেষে ৩টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। সভা পরিচালনায় ছিলেন সমবায় পরিদর্শক আবুল কালাম আজাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com