শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

বানিয়াচঙ্গে রোগীর গাড়িতে ডাকাতির অভিযোগে আটক যুবক রিমান্ডে

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে রোগী বহনকারী যানবাহনে ডাকাতির অভিযোগে আটক আন্তঃজেলা ডাকাতদলের সদস্য মীর জান্নাত (২৫) এর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহির আহমেদ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সে বানিয়াচং উপজেলার সিকন্দরপুর গ্রামের মীর মোস্তফা কামালের পুত্র। গত ২০ মে সন্ধ্যায় উমেদনগর এলাকায় রোগীর যানবাহনে ডাকাতি করার অভিযোগে পুলিশ তাকে আটক করে। এরপর থেকে সে কারাগারে রয়েছে। পুলিশ জানায়, মীর জান্নাতের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com