স্টাফ রিপোর্টার ॥ ধুলিয়াখাল থেকে কামড়াপুর পর্যন্ত বাইপাস সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে রাস্তার দু’পাশে ২৫ ফুট করে দোকান/প্রতিষ্ঠান সম্মুখ ভাগ ভেঙে দেয়া হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে ভূমি লিজ গ্রহণকারী সমিতি হবিগঞ্জ এ উদ্যোগ গ্রহণ করে। সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কার্যক্রম চলমান রয়েছে। সমিতির কার্যনির্বাহী কমিটির মাসিক সভায় মার্চ মাসের মধ্যে রাস্তা প্রশস্তকরণের জন্য স্ব স্ব প্রতিষ্টানের সামনের দু’পাশে ২৫ ফুট করে খালি করে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং বাকী অংশটুকু ব্যবহারের জন্যে সমিতির সদস্যবৃন্দ অনুরোধ জানান। এর প্রেক্ষিতে সমিতির নির্দেশনা অনুযায়ী প্রত্যেক মালিক নিজ নিজ উদ্যোগে ২৫ ফুট করে ভেঙে খালি করে দিচ্ছেন।
এদিকে গত ১৭ মার্চ রাজনগর এতিমখানা এলাকায় সমিতির এক পরামর্শ সভা অনুষ্টিত হয়। সভায় যারা স্ব স্ব প্রতিষ্টানের সামন খালি করেননি তাদেরকে আগামী ১০ দিনের মধ্যে নিজ উদ্যোগে খালি করে দেয়ার জন্য অনুরোধ জানানো হয়। ইতোপূর্বে জেলা প্রশাসক, পুলিশ সুুপার, সড়ক ভবন আবেদন করা হয়েছে।
এর পুর্বে গত রবিবার বাংলাদেশ রেলওয়ে ভূমি লিজ গ্রহণকারী সমিতি হবিগঞ্জের এক বৈঠক অনুষ্টিত হয়। সংঘটনের সভাপতি এডঃ তাজ উদ্দিন আহমেদ সুফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সামছুল হুদার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো জাহির মিয়া, মোঃ গনি মিয়া, মোঃ আব্দুল্লাহ, মোঃ মুজিবুর রহমান, মোঃ ফরিদ মিয়া, ডাঃ সিরাজুল ইসলাম, মোঃ সাহাব উদ্দিন, এটিএম বাদল, শাহআলম সিদ্দিকী, এম এ ওয়াহিদ, মোঃ মনির মিয়া প্রমূখ।