শনিবার, ২৪ মে ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

চুনারুঘাটে মরিচ ক্ষেতে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে মরিচ ক্ষেতে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে ফজল হক (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে।
এলাকাবাসিরা জানান, ওই গ্রামের বাবর আলী চোরের হাত থেকে মরিচ ফসল রক্ষা করতে ক্ষেতের মধ্যে গোপনে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। সকালে তারই কাজের লোক ফজলকে মরিচ ক্ষেতে গরুর ঘাস তুলতে পাঠায় বাবুলের স্ত্রী। বাবুল ক্ষেতে গিয়ে ঘাস তুলতে থাকলে এক পর্যায়ে পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে টানানো জিআই তারে জড়িয়ে ঘটনাস্থলেই প্রান হারান ফজল। গরীব ফজলের অকাল মৃত্যুতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফজলের মরদেহ মরিচ ক্ষেতেই পড়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com