শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

‘মুসলিম ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হলেন মাহাথির মুহাম্মদ

  • আপডেট টাইম সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮
  • ৬৮৯ বা পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মুহাম্মদ ম্যান অব দ্য ইয়ার-২০১৮ নির্বাচিত হয়েছেন। ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগানিজের নির্বাচিত ৫০০ মুসলিমের মধ্যে এই বছরের সবচেয়ে সফল ব্যক্তি হিসেবে তিনি মনোনীত হয়েছেন।
ধারণা করা হচ্ছে, চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে বিরোধী দল পাকতান হারাপানের জয়ে বড় ধরনের ভূমিকা রাখায় তিনি মুসলিম ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। অবশ্য ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিন মাহাথিরের অতীত কর্মকাণ্ডেরও মূল্যায়ন করেছে বলেছেন, তার নেতৃত্বে মালয়েশিয়া এশিয়ার ‘ইকোনোমিক টাইগারে’ পরিণত হয়।
ম্যাগাজিনটি বছর যাবত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের নিয়ে কাজ করছে। তালিকায় আরও রয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ, আল্লামা তাকি উসমানি প্রমুখ।
সূত্র : ফ্রি মালয়েশিয়া টুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com