শনিবার, ২৪ মে ২০২৫, ০১:০১ অপরাহ্ন

ডাঃ মুশফিক চৌধুরীর নেতৃত্বে শহরে স্বাচিপের নৌকার পক্ষে গণসংযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৭১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর নেতৃত্বে হবিগঞ্জ শহরের বেবিস্টেন্ড রোড থেকে শুরু করে বাসস্ট্যান্ড পর্যন্ত হবিগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী এডঃ মোঃ আবু জাহিরের সমর্থনে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও স্বাধীনতার স্বপক্ষের চিকিৎসক সংগঠনগুলো। এতে অংশ গ্রহণ করেন ডাঃ অসিত রঞ্জন দাস, ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল, ডাঃ দেলোয়ার হোসেন চৌধুরী, ডাঃ মঈন উদ্দিন সাকো, ডাঃ নিঝর ভট্টাচার্য, ডাঃ তারেক হোসাইনী, ডাঃ ইশতিয়াক রাজ, ডাঃ মিঠুন রায়, ডাঃ আরিফ, ডাঃ শোভন, ডাঃ সৈয়দ কাজল, ডাঃ ভূমিকা, ডাঃ অসিম, ডাঃ দিবাকর, ডাঃ সহদেব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু টেকনোলজিস্ট পরিষদ নেতৃবৃন্দ এবং মেডিকেল এসিস্টেন্টবৃন্দ। গণসংযোগ শেষে সভায় ডাঃ মুশফিক হুসেন চৌধুরী সকল চিকিৎসকদের যার যার অবস্থান থেকে হবিগঞ্জের ৪টি আসনে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান এবং ৩০ ডিসেম্বর বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com