বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হুরগাও গ্রামে হারুন হত্যাকাণ্ড ॥ ৭ জনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন গ্রিসে প্রবেশের সময় সীমান্তে নবীগঞ্জের এক যুবকের মৃত্যু নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় সিলেটের আদালতে ৩ জনের মৃত্যুদণ্ড জেলা পরিষদ চেয়ারম্যানকে লাখাই সরকারি কলেজের ফুলেল শুভেচ্ছা মহাসড়কের বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ॥ আহত ১০ বানিয়াচঙ্গে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ॥ বাবার মত মানুষের সেবা করে যেতে চাই-এমপি রুয়েল গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসবে বাঙালি সাজে বিদেশিরা লাখাইয়ে ইয়াবা ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ জেলায় পরীক্ষার্থী অর্ধলক্ষাধিক ॥ রবিবার থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৩৬৭ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ পরশু রোববার থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা। এবার দুটি পরীক্ষায় সারা দেশে মোট পরীক্ষার্থী ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন ও ইবতেদায়িতে তিন লাখ ১৭ হাজার ৮৫৩ জন। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান (ফিজার) এসব তথ্য জানান।
হবিগঞ্জ জেলার ৮টি উপজেলায় দুটি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৫হাজার ১শত ৩৮ জন। তন্মধ্যে প্রাথমিকে ৪৭ হাজার ৩৫২ এবং ইবতেদায়ি পরীক্ষায় ২ হাজার ৭৮৬ জন। প্রাথমিকে ছাত্রের সংখ্যা ২০ হাজার ২৬৮ এবং ছাত্রী ২৭ হাজার ৮৪ জন। ইবতেদায়ি পরীক্ষায় ছাত্র সংখ্যা ১ হাজার ৬১৪ জন এবং ছাত্রী ১ হাজার ১৭২ জন। ৮টি উপজেলায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১৪১ টি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলায় ২৩ কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৭হাজার ২৮১, নবীগঞ্জে ২০টি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৭হাজার ৩৪৩, লাখাই উপজেলায় ৯টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩ হাজার ৬৫৮, আজমিরীগঞ্জে ৯টি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ৫৩, বাহুবলে ১৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩ হাজার ৫৭৮, মাধবপুরে ১৯টি কেন্দ্রে পরীক্ষার্থী ৭ হাজার ৭৪২, বানিয়াচংয়ে ২৩ টি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৭ হাজার ৭৮৮ ও চুনারুঘাটে ২২ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৯০৯ জন।
এবার পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) থাকছে না বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।
প্রতিটি পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। পরীক্ষার মোট সময় তিন ঘণ্টা। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি রাখা হয়েছে। পরীক্ষা শেষ হবে ২৬ নভেম্বর।
‘মোট ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ অন্যান্য বছরের মধ্যে এবারও পরীক্ষার ফল ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রকাশিত হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের দিন নিশ্চয়ই আমরা ফলাফল দেব না।’
পরীক্ষার সময় কোচিং বন্ধ :
পরীক্ষার চলাকালীন কোচিং বন্ধ রাখার জন্য ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে জানিয়ে গণশিক্ষামন্ত্রী বলেন, ‘এজন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের অলরেডি নির্দেশনা দিয়েছি।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি :
প্রাথমিক সমাপনীতে ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা হবে।
ইবতেদায়ি সমাপনীতে ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ বিষয়ে পরীক্ষা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com