শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

আইডিয়াল হাইস্কুলে সংবর্ধনায় এমপি আবু জাহির ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে অনুকরণীয়

  • আপডেট টাইম সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জসহ সারাদেশের শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়ন আজ সারাদেশের মানুষের কাছে স্বীকৃত। বিশ্ব সমাজের কাছে প্রসংশিত। বিশ্বের বহু দেশে বাংলাদেশকে অনুকরণীয় বলে বিবেচনা করছে। যা সম্ভব হয়েছে জাতির পিতার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মেধাবী নেতৃত্বের কারণে।
হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করায় আইডিয়াল হাইস্কুল ভাদৈ এ তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, অবহেলিত এক অঞ্চলের নাম ছিল হবিগঞ্জ। বিগত প্রায় ১০ বছরে আমরা এই জেলাকে আলোকিত এলাকা হিসেবে প্রতিষ্ঠা করেছি। সকল ক্ষেত্রেই অভাবনীয় উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করেছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত অভিভাবক এবং স্থানীয় লোকজন দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
আইডিয়াল হাইস্কুল ভাদৈ এ ব্যাপক উন্নয়ন কাজ করায় এমপি আবু জাহিরের প্রতি কৃতজ্ঞতা জানানোসহ একটি নৌকা উপহার দেয়া হয়। এছাড়াও কয়েকজন কৃতি শিক্ষার্থীর হাতে সোনার ম্যাডেল তুলে দেন প্রধান অতিথি।
ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান এম এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন বঙ্গবন্ধু পরিষদ হবিগঞ্জের সভাপতি এডঃ মোঃ আবুল খায়ের, জেলা শিক্ষা কর্মকর্তা অনীল কৃষ্ণ মজুমদার, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল হাইস্কুল ভাদৈ এর প্রধান শিক্ষিকা মোছাঃ আনজুমান আরা বেগম। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক ফরীন্দ্র চন্দ্র দাশ ও পারভীন আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com