শনিবার, ২৪ মে ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নে সড়ক সংস্কারের দাবিতে আলোচনা সভা

  • আপডেট টাইম সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাংলাবাজার-গোপলার বাজার সড়কে সংস্কারের দাবিতে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধায় ওই সড়কের মধ্যবর্তী দুর্লভপুর পয়েন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দেওয়ান মুশাহিদুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদ মুসা। ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এনাম আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন, কুর্শি ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ি কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিত, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হাছান চৌধুরী, সংবর্ধিত ওয়ার্ড সদস্য শাহ শামছুল ইসলাম সুজন, গোপলার বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ হায়দর আলী, ইউপি সদস্য আব্দুল সোবহান, সাবেক ইউপি সদস্য মোঃ জিতু মিয়া, গোপলার বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, গোপলার বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সেলিম আহমেদ, আবদুল মুহাইমিন প্রমুখ। আয়োজিত সভায় ইউনিয়নের বাংলাবাজার-গোপলার বাজার যাতায়াতের প্রধান সড়ক সংস্কারের দাবি দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেন চেয়ারম্যান আলী আহমেদ মুসা। তিনি বলেন, উল্লেখিত সড়ক এলজিডির আওতাভুক্ত। তারপরও চলাচলের অনুপযোগী ওই সড়কের গর্ত ভরাটের উদ্যোগ নেয়া হবে। এরই প্রেক্ষিতে গতকাল সকালে ইউনিয়ন পরিষদে আয়োজিত জরুরী সভায় এনিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ওই সড়ক ছাড়াও স্থানীয় কৈলাশগঞ্জ বাজার সংলগ্ন অগ্রণী ব্যাংকের সামনের সড়ক সংস্কার, এনাতাবাদ গ্রামের প্রধান সড়কের গর্ত ভরাট ছাড়াও স্বল্প পরিসরে আরো দ’ুটি সড়কের সংস্কার (গর্ত ভরাট) কার্যক্রম চলতি সপ্তাহে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের জন্য সাংবাদিক এম এ বাছিত, ইউপি সদস্য পারছু মিয়া, শাহ শামছুল ইসলাম সুজন, মোঃ আব্দুস সোবহান এবং আল-আমিন খাঁনের সমন্বয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠিত হয়। রাস্তার বেহালদশায় জনদুর্ভোগ ও যানবাহন চলাচলের অনুপযোগী সড়কের উন্নয়নে উদ্যোগ নেয়ায় ইউনিয়ন পরিষদকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com