সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৩:৫১ অপরাহ্ন
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংবাসীর ভালবাসায় সিক্ত হলেন ক্ষুদে হাফেজ সিবগাতুল্লাহ খান লাবীব। বিশাল গণসংবর্ধনার মঞ্চে তাকে বরণ করে নিল বানিয়াচংবাসী। গতকাল বানিয়াচং ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। মাওলানা জাফর আহমদ সিরাজী’র সভাপতিত্বে এতে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, শাইখুল হাদীস মাওলানা আব্দুর রব ইউসুফী, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ, শাহী ঈদগাহ এর ইমাম শাইখুল হাদীস মাওলানা ফজলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, বানিয়াচং সিনিয়র আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, ভাইস প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আসাদ, মাওলানা মুফতি মোবাশ্বির আহমদ, মাস্টার কবির মিয়া, হাফেজ মাওলানা আতাউল করিম খান। বিশেষ মোনাযাত পরিচালনা করেন বিশিষ্ট মুরুব্বী মাওলানা আব্দুল বাছেত আজাদ। অনুষ্ঠানের শেষাংশে সংবর্ধিত হাফেজ সিবগাতুল্লাহ খান লাবীব এর হাতে বানিয়াচংবাসীর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি এমপি আব্দুল মজিদ খানসহ আমিন্ত্রত অতিথিবৃন্দ। উল্লেখ্য, গত রমজান মাসে পিএসপি কোরআনের আলো প্রতিভা অন্বেষন প্রতিযোগিতায় প্রায় ৩০ হাজার প্রতিযোগিকে পিছনে ফেলে বাংলাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করেন ৭ বছর বয়সী হাফেজ সিবগাতুল্লাহ খান লাবীব। নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র লাবীব বানিয়াচং সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের তোপখানা গ্রামের হাফেজ মাওলানা আতাউল করিম খান এর সুযোগ্য পুত্র। মাত্র ৭ বছর বয়সে কোরআনে হাফেজ হয়ে সে বানিয়াচংবাসীর মুখ উজ্জ¦ল করে পিএসপি কোরআনের আলো প্রতিযোগিতায় অংশ গ্রহন ১ম স্থান অর্জন করায় বানিয়াচংবাসী তাকে এ গণসংবর্ধনা প্রদান করে।