শনিবার, ২৪ মে ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে মাসিক আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ৪৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসান। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। এতে বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউল গনি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, থানার ওসি (অপারেশন) মোঃ নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমদ জাবেদ, বজলুর রশীদ, সত্যজিৎ দাশ, ছাইম উদ্দিন, মুহিবুর রহমান হারুন, নজরুল ইসলাম, আবু সিদ্দিক, সামসুল ইসলাম সুজন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সমাজ সেবা কর্মকর্তা আব্দুর নুর, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারি, সহকারী শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাশ, পজীপ কর্মকর্তা সাকিল আহমদ, শেখ সইফা রহমান কাকুলী, শিক্ষক আশরাফুল আলম প্রমুখ।
সভার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধরী- উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে সংঘটিত জোড়া খুনের ঘটনায় দ্রুত রহস্য উদঘাটনের জন্য হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরাসহ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। সেই সাথে বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামের শ্মশানঘাট কালী মন্দিরের মূর্তি ভাংচুর ও দান বাক্স চুরির ঘটনায় এখনো রহস্য উদঘাটন না করতে পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এছাড়া নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে এবং মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জাননো হয়।
সভায় বক্তারা পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ব্যাপারে নজরধারী এবং বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com