নবীগঞ্জ সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর তনয় শাহনেওয়াজ মিলাদ গাজীর প্রচেষ্ঠায় তৃণমূল আওয়ামীলীগের দুজন অসুস্থ কর্মীকে চেক প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে শাহনেওয়াজ মিলাদ গাজীর নিজ বাড়িতে উক্ত চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরীকে ৩০ হাজার ও দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ কর্মী দিলদার মিয়াকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। উক্ত চেক বিতরণী অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।