শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের ৭ই মার্চের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও প্রবাসী সংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ৪৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্যশীর্ষক আলোচনা ও যুক্তরাজ্য প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে পরিষদের সভাকক্ষে ওই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামার হাছান চৌধুরী। পরিষদের সচিব মোঃ শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন সংবর্ধিত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার আব্দুল হেলিম চৌধুরী, মির্জা আওলাদ বেগ, মোঃ কামাল হোসেইন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিত, ইউপি সদস্য মোঃ আব্দুস সোবহান, সংরক্ষিত সদস্য রাজিয়া বেগম, শাহ সুরাইয়া বক্স, আওয়ামীলীগ নেতা মীর হায়দর আলী, ডাঃ অমলেন্দু সূত্রধর, শরীয়ত মিয়া, কৃষকলীগ নেতা নজরুর ইসলাম, যুবলীগ নেতা জামাল খাঁন, শ্রমিক লীগ নেতা মনু মিয়া প্রমূখ। আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্যের তিন প্রবাসী কমিউনিটি নেতাকে ইউনিয়ন পরিষদের তরফ থেকে সম্মাননা স্বারক দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com