নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার লিমা, লন্ডন প্রবাসী হাজী মোঃ নছর উদ্দিন, লন্ডন প্রবাসী শাহীন মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী বলেন-বর্তমান সরকার শিক্ষার মান্নোয়নের আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষার হার ও মান্নোয়ন হলে সমাজ ব্যবস্থার উন্নত হবে। তিনি বলেন-নবীগঞ্জ উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এ জন্য আমাকে সহযোগীতা করতে হবে। তিনি আরো বলেন-এ সরকার ক্ষমতায় আসার পর নবীগঞ্জের অনেক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামীলীগের প্রার্থীকে নির্বাচিত করতে হবে।