স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, স্বাধীনতা সংগ্রামসহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের অগ্রনী ভূমিকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন এটি। এই সংগঠন সব সময় দেশরতœ শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে আওয়ামী লীগের চলার পথে সঙ্গী হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের মধ্য থেকেই যোগ্য নেতা হিসাবে বেড়িয়ে এসে আজ অনেকেই আত্মনিয়োগ করেছেন দেশ পরিচালনার কাজে। তাই ছাত্রলীগের প্রতিটি কর্মীকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সুনামের সাথে কাজ করতে হবে।
গতকাল রাতে মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, বিগত দুইবার নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার দেশে বৈপ্লবিক উন্নয়ন সাধন করছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আগামীতেও বঙ্গবন্ধুর প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করতে ছাত্রলীগকে আরো সুসংগঠিত হয়ে কাজ করার আহবান জানান এমপি আবু জাহির।
জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ মোঃ ইসতিয়াক রাজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি ও জাতীয় পারিষদ সদস্য সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা পরিষদ সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সানী, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ পারভেজ, কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান কিবরিয়া, সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ, বাহুবল উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, চুনারুঘাট উপজেলা যুগ্ম আহবায়ক ইফতেখার রিপন, মাধবপুর উপজেলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আনু মোঃ সুমন, পলিটেকনিকট ইন্সটিটিউট ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম টিটু প্রমুখ। এছাড়াও সভায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।