স্টাফ রিপোর্টার ॥ ওয়ালটন স্মার্ট টিভি আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ জেলা। গতকাল বিকেলে স্থানীয় জালাল স্টেডিয়ামে ফাইনালে তারা ৩-২ সেটে সুনামগঞ্জ জেলাকে পরাজিত করে।
৪ দলের অংশ গ্রহণে প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় স্বাগতিক হবিগঞ্জ জেলা সরাসরি ৩-০ সেটে মৌলভীবাজারকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ২য় খেলায় সুনামগঞ্জ ৩-২ সেটে সিলেটকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
অপ্রতুল প্রস্তুতি, দীর্ঘদিন যাবৎ টুর্ণামেন্টের আয়োজন না করা এবং এই খেলার তেমন চর্চা না থাকায় জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ভাল ফলাফল অর্জনে সন্দিহান ছিলেন। তবে মাঠে সাবে কৃতি খেলোয়াড়দের উপস্থিতি এবং আবেগ মেশানো সমর্থনে আশাতীত ফলাফল অর্জন করে হবিগঞ্জ জেলা। খেলা শেষে খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের বাধ ভাঙ্গা উল্লাশ ছিল চোখে পড়ার মত। মাঠে উপস্থিত সবাই এই খেলা নিয়মিত আয়োজনের দাবী জানান।
এর আগে সকাল ১১টায় আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রউফ। ভলিবল উপকমিটির সভাপতি মতুর্জ আলীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ এডভোকেট শাহ ফখরুজ্জামান এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান, যুগ্ম সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, বদরুল আলম, সহকারী কমিশনার মেহেদী হাসান, ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার জামিল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শফিকুজ্জামান হিরাজ, তাজউদ্দিন আহমেদ, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, আবুল কালাম, হুমায়ূন কবীর চৌধুরী শাহেদ, এডঃ নিলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু, মোঃ নওশাদ, হুমায়ূন খান, হবিগঞ্জ দলের কোচ সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, ভলিভবল ফেডারেশনের সদস্য অসিম সাহা, সাবেক খেলোয়াড় এনামুল হক, সাবেক ফুটবলার মহরম আলী, আব্দুল মালেক ও আবুল কাসেম। অনুষ্ঠান পরিচালনা করেন ভলিবল উপ-কমিটির সাধারণ সম্পাদক আজম উদ্দিন। খেলা শেষে বিকেলে চ্যাম্পিয়ন ও রানারআপ বিজয়ী দলের কাছে ট্রফি তুলে দেয়া হয়। খেলা পরিচালনা করেন ভলিবল ফেডারেশনের রেফারি শহিদুল ইসলাম ও হবিগঞ্জের প্রাক্তন কৃতি খেলোয়াড় আব্দুল মোতলিব মমরাজ।
উল্লেখ্য আঞ্চলিক চ্যাম্পিয়নশীপ অর্জনকারী হবিগঞ্জ জেলা দল জাতীয় ভলিবল লীগে অংশ গ্রহণ করবে।