প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যান সংস্থার আজমিরীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় উক্ত কমিটি গঠন কল্পে উপজেলার নয়া নগর রবিদাস বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুকারী রাম রবিদাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা রবিদাশ সমাজ কল্যান সংস্থার সভাপতি জীবন রবিদাস।
বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যান সংস্থার সাংগঠনিক সম্পাদক রঞ্জু রবিদাস, প্রচার সম্পাদক সুমন্ত রবিদাস, নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রনজিত রবিদাস, জেলা সদস্য বাবুল রবিদাস, বাসদ মার্কসবাদি হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে সুকারী রবিদাস, মনু রবিদাস, আবু রবিদাস, শনি রবিদাস, রিমহন রবিদাস, রুপ চান রবিদাস, রাম জনম রবিদাসকে উপদেষ্টা এবং নির্মল রবিদাসকে সভাপতি, মুছা রবিদাস ও সুনিল রবিদাসকে সহ-সভাপতি, দীপক রবিদাসকে সাধারণ সম্পাদক, স্বপন রবিদাসকে সহ-সম্পাদক, স্বপন রবিদাসকে সাংগঠনিক সম্পাদক, সুমন রবিদাসকে সহ-সাংগঠনিক, শিপন রবিদাসকে কোষাধ্যক্ষ, খোকন রবিদাসকে প্রচার সম্পাদক, মন্টু রবিদাসকে সহ-প্রচার সম্পাদক, বিরন রবিদাসকে দপ্তর সম্পাদক, দুলাল রবিদাসকে সাংস্কৃতিক সম্পাদক, ভুট্টু রবিদাসকে সহ-সাংস্কৃতিক সম্পাদক, গঙ্গা চরন রবিদাসকে ধর্ম বিষয়ক সম্পাদক, জীবন রবিদাসকে সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, সুমিত্রা রানী রবিদাসকে মহিলা সম্পাদিকা, মালতী রবিদাস ও মুন্নী রবিদাসকে সহ-মহিলা সম্পাদিক, সুমন রবিদাস, শুকুমার রবিদাস, রিপন রবিদাস, জহরলাল রবিদাস, জুয়েল রবিদাস, সুমন রবিদাস, করিমন রবিদাস, গোপন রবিদাসকে সদস্য করে আজমিরীগঞ্জ উপজেলা রবিদাস সমাজ কল্যান সংস্থার কমিটি গঠন করা হয়।